ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আল-আকসায় ইসরাইলি হামলায় নিন্দা জর্ডান-কাতারের

প্রকাশিত: ২১:১৯, ২৮ জুলাই ২০১৮

আল-আকসায় ইসরাইলি হামলায় নিন্দা জর্ডান-কাতারের

অনলাইন ডেস্ক ॥ পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা ও এ ধরনের ন্যাক্কারজনক কাজ বন্ধের আহ্বান জানিয়েছে জর্ডান ও কাতার। গতকাল জুমার নামাজের সময় আল-আকসা মসজিদে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলের বিশেষ বাহিনী। এতে অন্তত ১৫ ফিলিস্তিনি আহত হন। এ ছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আল-আকসায় নিযুক্ত জর্ডান কর্তৃপক্ষের মুখপাত্র। তুর্কি সরকারি গণমাধ্যম আনাদলু এক প্রতিবেদনে বলেছে, জর্ডান সরকারের মুখপাত্র জুমানা ঘানিয়েত এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর ওই জঘন্য কাজের নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে ইসরাইলকে এ ধরনের কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অপর এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের ওই হামলাকে ‘বর্বর’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। ইসরাইলের ঔদ্ধত্য, নির্দোষ মানুষের ওপর হামলা, ইবাদত করার মানবীয় মৌলিক অধিকারের লঙ্ঘন এবং বিশ্ব মুসলমানের অনভূতিতে উস্কানি দেওয়ার প্রতিবাদে আরব ও মুসলিম দেশ এবং বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এদিকে, কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডের প্রবেশ পথ ইসরাইলি বাহিনী খুলে দিয়েছে বলে খবরে বলা হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার পর মসজিদ কম্পাউন্ডের প্রবেশ পথ বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।
×