ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই পরিশোধ করবে বিজিএমইএ

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ জুলাই ২০১৮

 গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই পরিশোধ করবে বিজিএমইএ

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ঈদ-উল-আজহার ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশব্যাপী যথাযথ মর্যাদায় শোক দিবস পালন কর্মসূচী চূড়ান্তকরণ ও ঈদ-উল-আজহা উপলক্ষে সভা শেষে সাংবাদিকদের এসব জানানো হয়। আরও জানানো হয় ঢাকাসহ অন্য বড় শহরগুলোতে যেখানে কলকারখানা আছে সেসব অঞ্চলে প্রচুর শ্রমিক বা কর্মজীবী রয়েছেন। এসব মানুষ নাড়ির টানে ঈদে ঘরমুখী হবেন। শ্রমিকদের বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএসহ অন্য মালিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। তারা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এক্ষেত্রে কোন নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে মালিকরা শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেবেন, যাতে করে হাইওয়েতে কিংবা কোন সড়কে জ্যাম না হয়। গত কয়েক বছর ধরে একইভাবে মালিকরা ছুটি দিয়ে আসছেন বলেও জানান তিনি। সে কারণেই সড়কে কোন ধরনের চাপ পড়েনি। শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ও নাশকতা নির্মূলে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে। তিনি বলেন, ২১ আগস্ট ব্যাংক খোলা থাকবে। সারাদেশেই কি ব্যাংক খোলা থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু শিল্পঘন অঞ্চল ও যেখানে কোরবানির পশুর হাট থাকবে সেসব অঞ্চলে ২১ আগস্ট সরকারী-বেসরকারী সব ধরনের ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
×