ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ার পক্ষ নিয়ে কথা বলায় সমালোচনার মুখে ট্রাম্প

প্রকাশিত: ০৭:২১, ১৮ জুলাই ২০১৮

রাশিয়ার পক্ষ নিয়ে কথা বলায় সমালোচনার মুখে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২০১৬ এর নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের অভিযোগ সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার মাথা ঘামানোর কোন কারণ নেই।’ তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া তথ্যের বিপরীত। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সমর্থনের পাল্লা হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নেয়ার একটি উদ্যোগের পেছনে রাশিয়ার ভূমিকা ছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার হামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া সংবাদ ছড়িয়ে দেয়ার মাধ্যমে এ কাজ করেছিল তারা। ট্রাম্পের ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্র কংগ্রেসের শীর্ষ রিপাবলিকান সদস্য হাউস স্পীকার পল রায়ান বলেছেন, ‘রাশিয়া আমাদের মিত্র নয়, ট্রাম্পকে এটি বিবেচনায় রাখতে হবে।’ রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ট্রাম্পের এমন মন্তব্যকে ‘অশোভন কাজ’ বলে অভিহিত করেছেন। সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠকের পর সংবাদ সম্মেলনে ওই মন্তব্যটি করেন ট্রাম্প, জানিয়েছে বিবিসি।
×