ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় নিষ্কাশন পথ বালু ফেলে ভরাট ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৪১, ১৫ জুলাই ২০১৮

  ভালুকায় নিষ্কাশন পথ বালু ফেলে ভরাট ॥  দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ১৪ জুলাই ॥ হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়া এলাকায় গফুর মৌলভীর মাজার সংলগ্ন নালা বালি ফেলে ভরাট করার কারণে জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এতে ওই এলাকার চার হাজার পরিবারের বাসিন্দা দুর্ভোগের শিকারের হবে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার বিকেলে বিষয়টি সরেজমিনে তদন্ত করেছেন বিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু। এ সময় কয়েকশ এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। এলাকার দুর্ভোগের শিকার শাহাবুদ্দিন ফকির জানান, দীর্ঘদিন যাবত আমরা আমতলি, বেলাশিয়া পাড়া, মাজার এলাকা, ড্রাইভারপাড়াসহ এই এলাকার লক্ষাধিক মানুষ বসবাস করে আসছি। উইনটেক্স নামক কারখানার নির্মাণ কাজ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় এ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত পানি যাওয়ার পথ খুলে দিতে জোর দাবি জানান তিনি। এ বিষয়ে চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ জানান উইনটেক্স লিমিটেড নামে একটি কোম্পানি মাটি ভরাটের অনুমতি নিয়েছিল কিন্তু তারা শর্তভঙ্গ করে মাটি ফেলছে। পানি নিষ্কাশনের জন্য নালা না রেখে বালি ভরাট করায় উজানের কয়েক হাজার মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। তিনি খাল উন্মুক্ত না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
×