
নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে মাদক বিক্রির অপরাধে মা ও মেয়েকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলো-সদরের মারিয়া এলাকার মাদক ব্যবসায়ী হান্নান মিয়ার স্ত্রী আমেনা আক্তার (৩৫) ও তার মেয়ে একই এলাকার ইকবাল হোসেনের স্ত্রী শিল্পী আক্তার (২২)। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপরোক্ত দণ্ডাদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান চালিয়ে মা ও মেয়েকে মোট আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের মধ্যে মা আমেনা আক্তারের কাছ থেকে দেড় কেজি এবং মেয়ে শিল্পী আক্তারের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়।