ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে গুলিবিদ্ধ দুই মাদক বিক্রেতা উদ্ধার

প্রকাশিত: ০৫:৪০, ৬ জুন ২০১৮

দিনাজপুরে গুলিবিদ্ধ দুই মাদক বিক্রেতা উদ্ধার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, সোমবার রাত আড়াইটার সময় সদর উপজেলার গোদাগাড়িতে মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে গুলির শব্দ শোনে স্থানীয় লোকজন। পরে তারা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সদর উপজেলার দানিহার গ্রামের এনামুল হকের পুত্র লুৎফর রহমানকে (৪৫) উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার ডান পা গুলিবিদ্ধ হওয়ায়, তা কেটে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ১০০ বোতল ফেন্সিডিল, দেশীয় অস্ত্র ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। লুৎফর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১২টি মামলা রয়েছে। হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার রাত ৩টায় হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি শব্দ শুনতে পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় হাকিমপুর উপজেলার চুড়িপট্টি গ্রামের আফতাবউদ্দীন ম-লের পুত্র আলাউদ্দীন আহমেদকে (৩৫) উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ১টি চাইনিজ কুড়াল ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হাকিমপুর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় ৯টি মামলা রয়েছে।
×