ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় ৫ কি.মি পতাকা দেখতে জার্মান কূটনীতিক

প্রকাশিত: ০৫:৩৯, ৬ জুন ২০১৮

মাগুরায় ৫ কি.মি  পতাকা দেখতে জার্মান কূটনীতিক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ৫ জুন ॥ আসন্ন রাশিয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মঙ্গলবার মাগুরায় প্রদর্শন করা হয়েছে সাড়ে ৫ কিমি লম্বা জার্মানির পতাকা । এই পতকা দেখতে তারা ঢাকা থেকে মাগুরার গ্রামে এসেছিলেন জার্মান কূটনীতিক। মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে এই সাড়ে ৫ কিলোমিটার পতাকা প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার জার্মানি দূতাবাসের কূটনীতিক কার্নে উইজোরা এবং কালচারাল ও এডুকেশন অফিসার তামারা কবিরসহ সুধীবৃন্দ। সরেজমিন আজ মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাই¯ু‹ল মাঠে গিয়ে দেখা যায়, সাড়ে ৫ কিলোমিটার পতাকা প্রদর্শন করা হচ্ছে। স্বেচ্ছাসেবকরা এই পতাকা সমগ্র মাঠে প্রদর্শন করছেন। এ সময় ঢাকার জার্মানি দূতাবাসের কূটনীতিক কার্নে উইজোরা এবং কালচারাল ও এডুকেশন অফিসার তামারা কবির, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, চাউলিয়া ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান , পতাকা তৈরিকারী আমজাদ হোসেন, সাংবাদিকসহ সুধীবৃন্দ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন । ঢাকার জার্মান দূতাবাসের দুই কর্মকর্তা নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে এসে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । কার্নে উইজোরা বলেন ,এটা সম্ভবত সব থেকে বড় পতাকা। আমজাদ হোসেন এত বড় পতাকা তৈরি করেছেন । এ জন্য তাকে ধন্যবাদ জানান। তামারা কবির তারা এত বড় পতাকা তৈরির জন্য আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানান।
×