ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ-বিশ্ব একাদশ ম্যাচ আজ

তামিমের অধিনায়ক শহীদ আফ্রিদি

প্রকাশিত: ০৪:১৬, ৩১ মে ২০১৮

তামিমের অধিনায়ক শহীদ আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মানবতার জন্য তারার মেলা’- লর্ডসে বহুল আলোচিত আজকের চ্যারিটি ম্যাচটির শিরোনাম হতে পারত এমনই। কিন্তু একের পর এক তারকা ক্রিকেটারের অনুপস্থিতি বিশ্ব একাদশ স্কোয়াডকে অনেকটাই মলিন করে দিয়েছে। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, জ্বরের জন্য নেই সেনসেশনাল ভারতীয় অলরাউন্ডার হারদিক পা-িয়া। বুধবার আসে আরও বড় পরিবর্তনের খবর। ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইয়ন মরগান। ইংল্যান্ডের রঙিন পোশাকের সেনাপতিকেই বিশ্ব একাদশের অধিনায়ক করেছিল আইসিসি। ফলে আজ তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব যথারীতি কার্লোস ব্রেথওয়েটের কাঁধে। সাকিব না থাকলেও এই ম্যাচে খেলবেন আরেক বাংলাদেশী তারকা তামিম ইকবাল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ল ভ হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দু’টি ক্রিকেট স্টেডিয়াম। ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্টেডিয়াম দু’টি সংস্কারের জন্য তহবিল গঠনের লক্ষ্যে চ্যারিটি ম্যাচটির আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এটিকে ইতোমধ্যে আন্তর্জাতিক টি২০’র স্বীকৃতি (স্ট্যাটাস) দিয়েছে আইসিসি। প্রথমে শোনা গিয়েছিল হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলছেন না আফ্রিদি। সেই তিনিই এখন অধিনায়ক। মরগানের পরিবর্তে আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর পা-িয়ার স্থলে আগেই নেয়া হয় মোহাম্মদ শামিকে। তবে বিশ্ব একাদশের বড় তারকা অবশ্যই তামিম ইকবাল ও রশিদ খান। আইপিএলে দুরন্ত পারফর্ম করে আফগান রশিদ তো পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনকেই নাড়িয়ে দিয়েছেন। বিশ্ব একাদশের আরেক চমক সহযোগী দেশ নেপালের তরুণ স্পিনার সন্দীপ লামিচান। পরিচিতদের মধ্যে পাকিস্তানের শোয়েব মালিক, ভারতের দিনেশ কার্তিক, নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনঘান, শ্রীলঙ্কার থিসারা পেরেরার নাম উল্লেখ্য। তবে কার্লোস ব্রেথওয়েটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল পুরো শক্তি নিয়েই এই ম্যাচে নামছে। ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রিসহ তারকা ক্রিকেটারদের প্রায় সবাই আছেন। ওয়েস্ট ইন্ডিজ ॥ কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিট, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, এ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি ও কেসরিক উইলিয়ামস। বিশ্ব একাদশ ॥ শহীদ আফ্রিদি (পাকিস্তান), দীনেশ কার্তিক (ভারত), মিশেল ম্যাকক্লেনঘান (নিউজিল্যান্ড), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), লুক রঙ্কি (নিউজিল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), সন্দীপ লামিচান (নেপাল), আদিল রশিদ (ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), টাইমাল মিলস (ইংল্যান্ড)।
×