ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জাল নোট ও ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ০২:২৫, ৩০ মে ২০১৮

মাদারীপুরে জাল নোট ও ইয়াবাসহ  আটক ১

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ জাল নোট ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮ ক্যম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার মহারাজপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এরা হলো হলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর এলাকার মৃত খন্দকার আব্দুল সাত্তারের ছেলে খন্দকার আজাদ (৪৮) ও একই এলাকার মৃত আব্দুল হক মাতুব্বরের ছেলে নজরুল ইসলাম (৫১)। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে মহারাজপুর বাজারের পাশে সৈনিক মেডিকেল কর্নারে বসে কয়েকজন অসাধু ব্যবসায়ী জাল নোট আদান প্রদান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গোপনে অভিযান চালায় র্যাব। এ সময় ঐ ওষুধের দোকান থেকে ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৭ হাজার ৩০০ টাকার জাল নোট, ৮৫ পিচ ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড জব্দ করা হয়। মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কোমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ণে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের মাঝে জালটাকা সরবরাহ করে আসছে।’
×