ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে মধ্যরাতে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ১৯:৫২, ২৯ মে ২০১৮

যশোরে মধ্যরাতে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে সোমবার মধ্যরাতে কথিত গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আমিরুল ইসলাম বুলি(৪৬)। সে সদরের হাসিমপুর গ্রামের মৃত ফকির ইসলামের পুত্র। পুলিশের দাবি, ডাকাতি করার সময় গণপিটুনির শিকার হন আমিরুল ইসলাম। কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) শামসুদ্দোহার ভাষ্য, মধ্যরাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর বাজারের কাছে গাছে গুঁড়ি ফেলে একদল দুর্বৃত্ত ডাকাতি করছিল। এলাকাটি সদর উপজেলার ইছালী ইউনিয়নের মধ্যে। এই সময় স্থানীয় জনতা ধাওয়া করে ধরে একজনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে রাত তিনটার দিকে ওই ব্যক্তিকে জেনারেল হাসপাতালে আনে। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করে। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ রাতে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথায় প্রচন্ড আঘাত রয়েছে।তার সারা শরীর রক্তাক্ত।
×