ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইনজুরিতে সিরিজ শেষ বাবরের

প্রকাশিত: ০৪:২১, ২৮ মে ২০১৮

ইনজুরিতে সিরিজ শেষ বাবরের

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস টেস্টে ইংলিশ পেসার বেন স্টোকসের বাউন্সারের আঘাতে সিরিজ শেষ হয়ে গেছে পাকিস্তান ব্যাটসম্যান বাবর আযমের। বল বাবরের বাম হাতে লাগায় বড় কোন দুর্ঘটনায় পড়েননি। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে পাকিস্তান একাদশে আসতে পারেন সামি আসলাম, ফখর জামান কিংবা ওসমান সালাউদ্দিনের একজন। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে স্টোকসের আচমকা লাফিয়ে ওঠা বাউন্সার বুঝতে পারেননি বাবর। আর এতেই সইতে হয় বাহুতে চিড় ধরার মতো যন্ত্রণা। অন্তত ৪-৬ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট মাঠে পেস বোলারের বাউন্সারের আঘাতে ব্যাটসম্যানের গুরুতর আহত হওয়ার ঘটনা বেশ অহরহ। প্রতিপক্ষ পেসারের বাউন্সারের আঘাতে অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজেসের মৃত্যু তো পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনকেই নাড়িয়ে দিয়েছিল।
×