ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে ডায়রিয়ার প্রকোপ ॥ ঠাঁই নেই হাসপাতালে

প্রকাশিত: ০৪:১৭, ২৮ মে ২০১৮

সৈয়দপুরে ডায়রিয়ার  প্রকোপ ॥ ঠাঁই নেই হাসপাতালে

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২৭ মে ॥ সৈয়দপুরে হঠাৎ ডায়রিয়া প্রার্দুভাব দেখা দিয়েছে। গত তিন দিনে এ রোগে স্থানীয় ১০০ শয্যা হাসপতালে ৭০ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত ২০জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরা বেশির ভাগই সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ি এলাকার। এ ছাড়া উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের রয়েছে। আক্রান্তরা হলেন, ইমরান (৫), আয়না (৫) ও ইয়াসিন (৩) নামে ৩ শিশু সৈয়দপুর শহরের বাঁশবাড়ির। অপর শিশু ইয়াসিনের বাড়ি নীলফামারী সদরের ছোট সংগলশী গ্রামে। বাঁশবাড়ি এলাকার মিনারা (২০), সিমা (১৫), শবনম (২৭), ফেন্সি (৪৫) ও শ্বাষকান্দর গ্রামের শফিকুল (৪০), আঃ করিম (৪০) ও ওবায়দুল (৫৮), সোনাপুকুরের মোস্তাফিজার (৩৬) ও মুক্তা (২২)। সিমা নামের এক রোগীর অভিভাবক জানান, এটি খাদ্যে বিষক্রিয়ায় হয়েছে। কারণ হোটেলের ইফতার সামগ্রী খাওয়ার পরই এই অবস্থা। অন্যান্য রোগীরাও একই কথা বলেন। তবে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন, এটা দাবদাহজনিত ডায়রিয়ার প্রভাব।
×