ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিমলায় শিশু ধর্ষণের শিকার ॥ চিকিৎসায় বাধা

প্রকাশিত: ০৫:১৬, ১৩ মে ২০১৮

ডিমলায় শিশু ধর্ষণের শিকার ॥ চিকিৎসায় বাধা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও জিম্মি করে রাখার অভিযোগে ডিমলা থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে ওই শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষকসহ জিম্মি করে রাখা ও হাসপাতালে ভর্তি করতে বাধা দেয়ায় ৭ সহায়তাকারীকে আসামি করা হয়েছে। তবে আসামিরা পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ মতে ৯ মে বিকেলে শিশুটি খেলার সময় একই গ্রামের মজিনুর রহমান ওরফে কালা (২০) শিশুকে ডেকে তাদের ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত সৃষ্টি করে। শিশুটির কান্নাকাটি ও চিৎকারে এলাকার লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় একটি প্রভাবশালী মহলের চাপে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে পারেনি তার পরিবার। গোপনে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার এ ব্যাপারে শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার মেয়ের গোপন স্থানে রক্ত-ক্ষরণ হলেও হাসপাতালে ভর্তির করতে দেয়নি একটি প্রভাবশালী মহল। প্রশাসনের লোকজনের সহায়তায় মেয়েকে হাসপাতালে ভর্তি করতে পেরেছি। এদিকে শনিবার উপজেলা হাসপাতাল হতে শিশুটিকে জেলা সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
×