ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ॥ খামেনি

প্রকাশিত: ০৬:৩৯, ১১ মে ২০১৮

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ॥ খামেনি

ছয়টি দেশের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভুল করলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিবিসি। বুধবার ইরানের টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে খামেনি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি বলছি, আমেরিকাকে বিশ্বাস করো না,’ চুক্তি অটুট রাখার সিদ্ধান্তে যাওয়ার আগে ইরানের সরকারকে ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ‘নিশ্চয়তা’ নেয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে তেহরানের পরমাণু কর্মসূচীর লাগাম টানতে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে দশ বছর মেয়াদী একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান।
×