ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত: ০৭:০০, ১০ মে ২০১৮

স্কুল ব্যাগ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ মে ॥ দুর্নীতি প্রতিরোধে সুশিক্ষার বিকল্প নেইÑ এ স্লোগান নিয়ে সদর উপজেলার টবগী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্কুল মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি শাহনেওয়াজের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমুখ। হুইলচেয়ার পেলেন শহীদ জননী নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ মে ॥ দৈনিক জনকণ্ঠে খবর প্রকাশের পর শেরপুরের একাত্তরের ভয়াল স্মৃতি হয়ে থাকা ‘জগৎপুর’ এর চলৎশক্তি হারা সেই শতবর্ষী শহীদ জননী জ্যোতি রাণীর ভাগ্যে জুটেছে এবার হুইল চেয়ার। বুধবার সকালে ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত পল্লী জগৎপুরে গিয়ে জ্যোতি রাণীকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে এসেছেন জেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও মুক্তিসংগ্রাম জাদুঘরের শেরপুর ইউনিটের আহ্বায়ক রাজিয়া সামাদ ডালিয়া। ওইসময় তার সঙ্গে ছিলেন মানবাধিকারকর্মী শামীম হোসেন ও সোহেল রানা। জানা যায়, একাত্তরের ৩০ এপ্রিল ঝিনাইগাতী উপজেলার নিভৃত ছায়া-সুনিবিড় ওই প্রত্যন্ত পল্লী জগৎপুরে অতর্কিতে হামলে পড়ে পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা।
×