ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে ইমাম হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫৯, ১০ মে ২০১৮

কিশোরগঞ্জে ইমাম হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ মে ॥ কটিয়াদীতে ইমাম হত্যা মামলার ১১ আসামিকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা, ১০ আসামিকে তিন বছর করে সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- এবং আট আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবু তাহের এই রায় দেন। দ-িতরা হলো, আল্লাদ শাহ, মোকলেছুর রহমান শাহ, আতাউর রহমান শাহ, শামসুদ্দিন শাহ, শফির উদ্দিন শাহ, রঞ্জন শাহ, অহিদ শাহ, চন্দন শাহ, আসলাম, মন্টু মিয়া ও জামাল শাহ। এছাড়া একই মামলা চলাকালে আরও পাঁচ আসামি মারা গেছে। মামলার সব আসামি কটিয়াদী উপজেলার ধূলদিয়া ইউনিয়নের সূতিনকলা গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ২০০০ সালের ২৪ মার্চ ধূলদিয়া ইউনিয়নের সূতিনকলা গ্রামে ধানকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মেরাজ উদ্দিন মুন্সি নামে এক ব্যক্তি নিহত হয়। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। রংপুরে স্বামীর যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, স্ত্রী ফরিদা বেগমকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামের যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এবিএম নিজামুল হক এ রায় দেন। উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার সরলিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম সন্তান ধারণে শারীরিকভাবে অক্ষম হওয়ায় তার স্বামী তাকে প্রায়ই গালাগালি করতো এবং নির্যাতন করতো। ২০১৩ সালের ১১ মার্চ বিকেলে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আমিনুল ইসলাম স্ত্রী ফরিদা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য স্ত্রীর লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করার পর নিশ্চিত হয় এটি আত্মহত্যা নয়, হত্যাকা-। বারিতে দুদিনব্যাপী কর্মশালা শুরু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)র দু’দিনব্যাপী ‘আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা-২০১৮’ শুরু হয়েছে। বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বুধবার ঢাকা অঞ্চলের এ কর্মশালার উদ্বোধন করেন। এ কর্মশালায় বারির পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. মোঃ আমজাদ হোসেন, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. পরিতোষ কুমার মালাকার ও পরিচালক (গবেষণা) ড. লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এবং বিএআরআই এর বিজ্ঞানী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশের ১০টি অঞ্চলে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বুধবার ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ জেলার কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথমদিনের কর্মশালায় প্রায় ৫০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
×