ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জটিলতা নিষ্পত্তির উদ্যোগ

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোটা নিয়ে তিন দিনের মধ্যে কমিটি

প্রকাশিত: ০৬:১৪, ১০ মে ২০১৮

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোটা নিয়ে তিন দিনের মধ্যে কমিটি

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোটা সংক্রান্ত জটিলতার বিষয়টি নিষ্পত্তি করতে অবশেষে উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে প্রশাসনের উর্ধতন কয়েকজন কর্মকর্তাকে সদস্য করে তিন দিনের মধ্যেই একটি কমিটি গঠন করবে সরকার। এই কমিটির সুপারিশের পর প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী রবিবার থেকে কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বুধবার মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা। খবর ওয়েবসাইট থেকে। সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে কমিটি গঠনের কথা বলেছিলেন, সেই কমিটি দুই থেকে তিন দিনের মধ্যেই গঠন করা হবে। কমিটির প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের নাম প্রস্তাব করা হয়েছে। কমিটি যে সিদ্ধান্ত দেবে, সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্তটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।’ আন্দোলনকারীদের এই ঘোষণা অনুযায়ী চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগেই সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের ঘোষণা দেয়া হলো। এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমে জানিয়েছিলেন, তার কাছে এ বিষয়ে কোন নির্দেশনা নেই। মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কোটা নিয়ে কোন আলোচনা হয়নি এবং কোন অগ্রগতিও নেই। আগে যে অবস্থায় ছিল, তাই আছে।’ মন্ত্রিপরিষদ সচিবের এই বক্তব্যের পর বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। আন্দোলনকারীরা সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করে কঠোর কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচী ঘোষণার পর বুধবার বিকেলে জনপ্রশাসন সচিব সরকারের এ পদক্ষেপের কথা সাংবাদিকদের জানান। রবিবার থেকে ফের আন্দোলনের হুমকি ॥ এদিকে সরকারী চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন বৃহস্পতিবারের মধ্যে জারি করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দাবি না মানা হলে আগামী রবিবার থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে এসব দাবি করেন সংগঠনের নেতারা। পরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন। মানববন্ধন ও মিছিলের ব্যানারে লেখা ছিল ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’।
×