ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবুল মোমেন ও ফাহিম হোসেন চৌধুরীর রবীন্দ্র পুরস্কার লাভ

প্রকাশিত: ০৬:০৬, ৮ মে ২০১৮

আবুল মোমেন ও ফাহিম হোসেন চৌধুরীর রবীন্দ্র পুরস্কার লাভ

স্টাফ রিপোর্টার ॥ সোমবার প্রদান করা হলো বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০১৮। রবীন্দ্র সাহিত্যে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল মোমেন এবং রবীন্দ্রসঙ্গীত চর্চার স্বীকৃতিস্বরূপ ফাহিম হোসেন চৌধুরী এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীকে পুষ্পস্তবক, সনদপত্র, সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ৫০ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সোমবার বিকেলে বাংলা একাডেমি এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করে। একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার ও সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো হয় এ আয়োজন । রবীন্দ্র পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আবুল মোমেন ও ফাহিম হোসেন চৌধুরী বলেন, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারপ্রাপ্তি আমাদের জীবনের বিশেষ অর্জন। রবীন্দ্র গবেষণা ও চর্চায় আরও নিবিড়ভাবে নিবিষ্ট হওয়ার দায়বোদ জাগিয়ে তুলবে এ পুরস্কার। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। রবীন্দ্রনাথের ছোটগল্পে উপনিবেশিত বাংলা শীর্ষক একক বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। একক বক্তৃতায় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, বাংলা ছোটগল্পের প্রাণ-প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর হাতে ঘটে বাংলা ছোটগল্পের উজ্জ্বল মুক্তি। বর্তমান বাংলাদেশের প্রান্তিক অঞ্চলসমূহে অবস্থান গল্পকার রবীন্দ্রনাথকে নতুন মানব-ভুবনের সন্ধান দিয়েছে। গল্পগুচ্ছ-এর নানা গল্পে উপনিবেশিত বাংলার পরিচয় ধরা আছে। তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের ফলে ভারতীয় মানব-সম্পর্ক কিভাবে বিনষ্ট হয়েছে, সেকেলের শিক্ষা-ব্যবস্থার ফলে কিভাবে মধ্যবিত্ত-মানস আত্মপরতায় নিমজ্জিত হয়েছে, কেন্দ্র-প্রান্তের ব্যবধান কিভাবে স্ফীত হয়েছে, নিম্নবর্গের ওপর জমিদারী ব্যবস্থার দাপট কিভাবে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে, জাতীয়তাবাদী চেতনা কিভাবে বিকাশমুখ লাভ করেছে আর নারী কিভাবে নিগ্রহমূলক পরিস্থিতি ভেদ করে তার আত্মস্বাতন্ত্র্যমূলক প্রকাশের প্রচেষ্টা পেয়েছেÑসেই প্রামাণ্য রূপটি লাভ করা যাবে রবীন্দ্রনাথের ছোটগল্পে। একক বক্তা আরও বলেন, উপনিবেশের অধিবাসী হয়েও উত্তর-ঔপনিবেশিক চেতনায় বাংলার মানুষের আত্মিক ও জাগতিক মুক্তির কথা ছোটগল্পের অবয়বে জোরালোভাবে ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথকে স্মরণ করে আমাদের আয়োজন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যেন রবীন্দ্রনাথের মানবমুখী চিন্তা ও দর্শনের বিভায় স্নাত হতে পারে- সেদিকে দৃষ্টি দেয়া জরুরী। শামসুজ্জামান খান বলেন, রবীন্দ্রনাথ এক মহৎ মানদ-ের নাম, বাঙালী মনীষার শ্রেষ্ঠ প্রকাশ। বাংলাদেশ রবীন্দ্রনাথকে ধারণ করে আছে ভীষণভাবে। তবে রবীন্দ্রসঙ্গীত চর্চায় আমরা বহুদূর অগ্রসর হলেও রবীন্দ্র সাহিত্যের নিবিড় গবেষণায় আমাদের অনেক দূর যাওয়ার আছে।
×