ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমতলীতে ব্যবসায়ীকে মারপিট ॥ বখাটে নাঈম গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৫, ৩০ এপ্রিল ২০১৮

আমতলীতে ব্যবসায়ীকে মারপিট ॥ বখাটে নাঈম গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৯ এপ্রিল ॥ আমতলী পরীক্ষার কেন্দ্রে ঢুকে এইচএসসি পরীক্ষার্থী রেদওয়ানকে মারধর করা সেই বখাটে মাদকসেবী ছাত্রলীগ নেতা নাঈম মিয়া চার দিনের ব্যবধানে এবার মারধর করলেন পাথর ব্যবসায়ী সানু সিকদারকে। ব্যবসায়ীকে মারধর করে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর রেখে তাকে হত্যার উদ্দেশে আটকে রাখে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে আমতলী পৌর শহরের ওয়াপদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পুলিশ বিকেলে নাঈমকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত ১০ এপ্রিল মোশাররফ হোসেন মাতব্বর সিলেটে পাথর ব্যবসায়ী মাইনুদ্দিন মিয়ার নিকট থেকে বাকিতে এক লাখ পঁচিশ হাজার টাকার পাথর ক্রয় করেন। ওই টাকার জিম্মাদার সানু সিকদার। ওই টাকা পাঠিয়ে দেয়ার কথা থাকলেও মোশাররফ হোসেন তা দেয়নি। গত শুক্রবার মোশাররফ হোসেন মাতব্বর টাকা নেয়ার জন্য সানু সিকদারকে আমতলী পৌর শহরের ওয়াপদা সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের বাসায় আসতে বলেন। রবিবার সানু সিকদার তার (মোশাররফ) বাসায় আসলে পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতা বখাটে নাঈম মিয়া, হাসান ও তার ভাই হাফিজুর রহমানসহ ৭/৮ জন সহযোগী তাকে ঘরের মধ্যে আটকিয়ে মারধর করে ১৫০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে, তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে বখাটে নাঈম এ ঘটনার চার দিন পূর্বে মোবাইল ফোনে চাঁদা না দেয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকে এইচএসসি পরীক্ষার্থী রেদওয়ান নামের এক ছাত্রকে মারধর করেছে।
×