ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

প্রকাশিত: ০৪:২৪, ৩০ এপ্রিল ২০১৮

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ হিলি বন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৫ টাকা। ব্যবসায়ীরা জানান, বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শব-ই বরাতের ছুটির কারণে স্থল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এতে প্রভাব পড়েছে আমদানি রফতানিতে। এ অবস্থায় চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। দু’দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়ে ১৬ টাকা থেকে ২১ টাকায় দাঁড়িয়েছে।
×