ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

প্রকাশিত: ১৯:২৫, ২৭ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

অনলাইন ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইক পম্পেও’র নাম নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান পম্পেওর মনোনয়ন নিশ্চিত করেছে মার্কিন সিনেট। ডেমোক্র্যাটরা তার বিরোধিতা করলেও ৫৭-৪২ ভোটে জয় পান রিপাবলিকানরা। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত হলেন পম্পেও। জানা যায়, বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাটরা পম্পেওর বিরোধিতা করে বলেন, তিনি মুসলিমবিরোধী হিসেবে পরিচিত। এছাড়া তার আরও সমস্যা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমেই বেলজিয়ামের ব্রাসেলসে যাচ্ছেন পম্পেও। তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিবেন। বৃহস্পতিবার মনোনয়নের কয়েক ঘণ্টা পরই এই সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তিনি। সূত্র : বিবিসি
×