ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদ

জেনেসিস ফাউন্ডেশনের পুরস্কার প্রত্যাখ্যান নাটালির

প্রকাশিত: ০৫:৩২, ২১ এপ্রিল ২০১৮

জেনেসিস ফাউন্ডেশনের পুরস্কার  প্রত্যাখ্যান নাটালির

ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য সে দেশে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অস্কার জয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। অভিনেত্রীর এ সিদ্ধান্তে পুরস্কার প্রদানকারী সংস্থা জেনেসিস ফাউন্ডেশন আগামী জুনে অনুষ্ঠিতব্য জ্যুইশ নোবেল হিসেবে খ্যাত তাদের এ পুরস্কার প্রদান অনুষ্ঠানটিই বাতিল করে দিয়েছে। নাটালি পোর্টম্যানের এজেন্ট জানিয়েছেন, ১৯৮১ সালের জুনে জেরুজালেমে জন্মগ্রহণকারী এবং ইহুদী হওয়া সত্ত্বেও দেশটির কোন পাবলিক ইভেন্টে অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না নাটালি। জেনেসিস ফাউন্ডেশন জানায়, নাটালির মুখপাত্র তাদের জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলী সেনাদের নির্বিচার গুলিবর্ষণে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনী হত্যার ঘটনায় খুবই ব্যথিত হয়েছেন এই অভিনেত্রী। এজন্য তিনি এতটাই আহত যে ইসরাইলে গিয়ে এই পুরস্কার গ্রহণ করলে তিনি বিবেকের কাছে অপরাধী হয়ে যাবেন বলে মনে করেন। জেনেসিস ফাউন্ডেশন জানায়, নাটালি তাদের পুরস্কার না নেয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। জেনেসিস আরও জানায়, আমাদের পুরস্কারটি জনকল্যাণমূলক, তবে নাটালির ঘোষণায় এতে রাজনীতির কালিমা লাগতে পারে ভেবে আমরা শঙ্কিত অথচ এটি না হওয়ার জন্য গত পাঁচ বছর আমরা কঠোর পরিশ্রম করেছি। এজন্যই তারা তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানটিই বাতিল করে দেন। অতিসম্প্রতি গাজায় নিরস্ত্র ফিলিস্তিনীদের ওপর ইসরাইলী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে তেল আবিবকে গুলিবর্ষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনা তদন্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা সীমান্তে আবারও ফিলিস্তিনীদের ওপর ইসরাইলী সেনাবাহিনীর নির্বিচার গুলি বর্ষণের ঘটনায় এখন পর্যন্ত এক সাংবাদিকসহ কয়েক ডজন নিহত এবং শত শত লোক আহত হয়েছেন। ঐতিহাসিক ভূমি দিবসের কর্মসূচীর অংশ হিসেবে কয়েক হাজার ফিলিস্তিনী গাজা সীমান্তে বিক্ষোভকালে তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ইসরাইলী বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা ও জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে গাজা সীমান্তে নিরস্ত্র ফিলিস্তিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেটের পাশাপাশি স্নাইপার হামলা চালায় ইসরাইল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দফতরের মুখপাত্র লিজ থ্রসেল বলেন, ইসরাইলকে তাদের অবস্থান থেকে সরে আসতে হবে। তারা যেটি করছে তা চতুর্থ জেনেভা কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন। গত বৃহস্পতিবার ইসরাইল তার স্বাধীনতা ঘোষণার ৭০তম বার্ষিকী উদ্যাপন করে। গত নবেম্বরে জেনেসিস ফাউন্ডেশন সংগঠনটির ২০১৮ সালের পুরস্কার বিজয়ী হিসেবে নাটালি পোর্টম্যানের নাম ঘোষণা করে। যেসব ইহুদী তার অসামান্য পেশাদারিত্বের জন্য তাদের আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণাকারী হিসেবে সম্মান পাওয়ার যোগ্য জেনেসিস ফাউন্ডেশন তাদেরকেই এই পুরস্কারের জন্য মনোনীত করে। পুরস্কারে ক্রেস্টের সঙ্গে নগদ দেয়া হয় দুই মিলিয়ন ডলার বাংলাদেশী টাকায় যা প্রায় ১৬ কোটি টাকার সমান। এর আগে শিল্পী আনিশ কাপুর, বায়োলজিস্ট ইশখাক পার্লম্যান, নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং হলিউড অভিনেতা মাইকেল ডগলাস এ পুরস্কার পান। মিখাইল ফ্রিডম্যানসহ কয়েকজন ধনী রুশ ইহুদী জেনেসিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যৌথভাবে এই সংগঠনটি পরিচালনা করে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর এবং জ্যুইশ এজেন্সি ফর ইসরাইল। এর আগে ২০০৯ সালে তেল আবিব থিমের ইভেন্টের পরিকল্পনা গ্রহণ করায় হলিউড তারকাদের সঙ্গে একান্ত হয়ে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল বর্জন করেছিলেন নাটালি পোর্টম্যানও। ২০১৫ সালের পুনঃনির্বাচনে আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচিত হওয়ায় তিনি খুব হতাশ এবং এটি অস্বস্তিকর বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন নাটালি। তিনি বলেছিলেন, নেতানিয়াহু যে ধরনের বর্ণবাদী কথাবার্তা বলেন তা ভয়ঙ্কর এবং ভীতিকর। সেই সময় এক সাক্ষাতকারে তিনি হলিউড রিপোর্টার ডটকমকে বলেছিলেন। আমি আমার প্ল্যাটফর্ম ভুল পথে ব্যবহার করতে চাই না। আপনি জানেন, ইসরায়েল নামক রাষ্ট্রটি বিষ্ঠার মতো যেসব ঘৃণ্য কাজ ও আচরণ করে, তা আমি করি না এবং কখনই করতে চাই না। ২০১০ সালে ব্ল্যাক সোয়াইন সিনেমার জন্য অস্কার জেতেন নাটালি পোর্টম্যান, এছাড়া ব্রিটিশ ফিল্ম এ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড, স্ক্রিন এ্যাক্টরস গিল্ড এ্যাওয়ার্ডসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। -টাইমস অব ইসরাইল
×