ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেসিসি নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ॥ বিএনপির গুছিয়ে নেয়ার চেষ্টা

প্রকাশিত: ০৫:৩২, ১৭ এপ্রিল ২০১৮

কেসিসি নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ॥ বিএনপির গুছিয়ে নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে আওয়ামী লীগ। শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নগর ভবনের কর্তৃত্ব পুনরুদ্ধারে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সাংগঠনিক কার্যক্রম। এদিকে বিএনপি কিছুটা অগোছালো অবস্থায় থাকলেও তা কাটিয়ে দলকে গুছিলে শক্তি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে কেসিসি মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। একই সঙ্গে ‘নগর ভবন’ পুনরুদ্ধারে দলটির সর্বস্তরের নেতা-কর্মীকে ঐকবদ্ধভাবে নির্বাচনে কাজ করার নির্দেশ দেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা খুলনাবাসীর কাছে পৌঁছে দিতে বঙ্গবন্ধুর দুই ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সোহেল ও কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলনায় সাংগঠনিক কাজে ব্যস্ত সময় পার করছেন বলে নেতাকর্মীরা জানান। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, গত কেসিসি ওই নির্বাচনের আগের নির্বাচনে বিজয়ী মেয়র তালুকদার অব্দুল খালেক পরাজিত হন। দলের একটি অংশের নীরব বিরোধিতার কারণে গত নির্বাচনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেক হেরেছিলেন বলে দলের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরে চলে গ্রুপিং। গত ৩ মার্চ খুলনা সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় বক্তৃতা দেবার পর থেকে অভ্যন্তরীণ দ্বন্দ নিরসন হতে থাকে। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী সকল ভেদাভেদ ভুলে আসন্ন কেসিসি নির্বাচনে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে নির্দেশনা দিয়েছেন। দলের সভানেত্রীর নির্দেশ অনুযায়ী স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনে বিজয়ী হতে বদ্ধপরিকর খুলনা আওয়ামী লীগ। এদিকে নানা ধারায় বিভক্ত খুলনার বিএনপি কেসিসি নির্বাচনকে ঘিরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার দুপুর সাড়ে বারোটায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এর আগে কয়েক বছর যাবত খুলনা মহানগর ও জেলা বিএনপি পৃথকভাবে কর্মসূচী পালন করে। দুই কমিটির মধ্যে আবার গ্রুপিংও রয়েছে। সোমবার কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের উপস্থিতিতে জেলা ও নগর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য কেসিসির নির্বাচনে বিএনপির ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টির জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন কেসিসির মেয়র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা প্রমুখ। সভায় ২০ দলীয় জোটের পক্ষে খুলনা সিটির নির্বাচন পরিচালনার জন্য সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয় জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে। এছাড়া কেসিসি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাকে আহ্বায়ক, আমীর এজাজ খানকে সদস্য সচিব এবং নগর ও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
×