ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএসের বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলা ব্রিটিশ গোয়েন্দা সংস্থার

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ এপ্রিল ২০১৮

আইএসের বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলা ব্রিটিশ গোয়েন্দা সংস্থার

জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাজ্য ‘বড় ধরনের সাইবার হামলা’ চালিয়েছে। যুক্তরাজ্যের সরকারী গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর পরিচালক এ হামলার কথা জানান -বিবিসি গোয়েন্দা সংস্থা এমআইফাইভ-এর সাবেক কর্মকর্তা জেরেমি ফ্লেমিং বলেন, এ অভিযানের ফলে আইএসএর হামলা পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষমতা বাধাগ্রস্ত হওয়া ছাড়াও প্রচার লোপ পেয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য এই প্রথম ইন্টারনেটে কোন শত্রুর কার্যক্রম ভেস্তে দেয়ার তৎপরতা চালালো। জিসিএইচকিউ-এর পরিচালক হিসেবে ফ্লেমিং জনসম্মুখে তার প্রথম ভাষণে একথা জানিয়েছেন। ম্যানচেস্টারে সাইবার ইউকে সম্মেলনে তিনি বলেন, এ অভিযানগুলোর ফল সুদূরপ্রসারী। ২০১৭ সালে ইন্টারনেটে আইএস-এর বিদ্বেষ ছড়ানো, তাদের সাধারণ চ্যানেলগুলো ব্যবহার করে বার্তা ছড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফ্লেমিং বলেন, সাইবার অভিযানের বিষয়টি ‘অত্যন্ত সংবেদনশীল’ হওয়ায় এটি নিয়ে বিশদ আলোচনা করা যায় না। কিন্তু, হামলায় জঙ্গী গোষ্ঠীটির অনলাইন কার্যক্রম ব্যাহত করা গেছে। এমনকি তাদের যন্ত্রপাতি ও নেটওয়ার্কও নষ্ট করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কতটা নির্দিষ্ট লক্ষ্যে এবং কার্যকরভাবে সাইবার হামলা চালানো যায় তা এই অভিযান দেখিয়ে দিয়েছে। তবে আইএসএর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি উল্লেখ করে ফ্লেমিং বলেন, গোষ্ঠীটি এখনও যুক্তরাজ্যে নতুন হামলা চালনায় উৎসাহ যোগানোর চেষ্টা করছে এবং তারা সরকারের নিয়ন্ত্রণহীন নতুন নতুন জায়গায় তাদের কার্যক্রম চালানোর পথ খুঁজছে। সম্মেলনে ফ্লেমিং রাশিয়ারও সমালোচনা করে বলেন, তাদের সাইবার-তৎপরতা মেনে নেয়া যায় না। দেশটি যুক্তরাজ্য ও এর মিত্রদের জন্য ক্রমেই বড় ধরনের হুমকি হয়ে উঠছে।
×