ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক এফবিআই পরিচালক কোমির নতুন বই

‘ট্রাম্প হোয়াইট হাউস চালাচ্ছেন মাফিয়া বসের মতো’

প্রকাশিত: ০৫:৩১, ১৪ এপ্রিল ২০১৮

‘ট্রাম্প হোয়াইট হাউস চালাচ্ছেন মাফিয়া  বসের মতো’

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি তার লেখা এক নতুন বইয়ে বলেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এক মাফিয়া বস সম্পর্কে স্মরণ করিয়ে দেন। এ মাফিয়া বস চান সম্পূর্ণ আনুগত্য, সমগ্র বিশ্বকে দেখেন তার প্রতিপক্ষ হিসেবে এবং মিথ্যা বলেন প্রতিটি বিষয়ে। খবর এএফপির। মার্কিন মিডিয়া কর্তৃক বৃহস্পতিবার বইটির ফাঁস করে দেয়া অংশে বলা হয়, ট্রাম্প একটি ভিডিও দেখে আবিষ্ট হয়ে পড়েন। ভিডিওটিতে দেখা যায়, এক রুশ দেহব্যবসায়ী বলছেন, ট্রাম্প তাকে মস্কোর এক হোটেল কক্ষে ভাড়া করে নিয়ে যান এবং সেখানে বিছানায় তিনি প্রস্রাব করে দেন। ওয়াশিংটন পোস্ট লিখেছে, কোমি বইটিতে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বিকল্প বাস্তব জগতের এক রেশমগুঁটিতে বাস করছেন। তাই তিনি তার চারপাশের অন্যদের সেখানে টেনে নেয়ার চেষ্টা করেন। ট্রাম্প ২০১৭-এর মে মাসে কোমিকে বরখাস্ত করেন। বইটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। কোমি লিখেছেন, ন্যায়-অন্যায় বিষয়ে ট্রাম্পের আজন্ম কোন বোধ নেই। এ প্রেসিডেন্ট নীতিহীন এবং সত্য ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতি তার কোন দায়বদ্ধতা নেই। তার নেতৃত্ব হচ্ছে দেয়া-নেয়া সম্পৃক্ত। অহংবোধ চালিত ও ব্যক্তিগত আনুগত্যের। তিনি হোয়াইট হাউস চালাচ্ছেন একজন মাফিয়া বসের মতো। ‘এ হাইয়ার লয়ালটি: ট্রুথ, লাইস এ্যান্ড লিডারশিপ’ শিরোনামের এ বইটি এখন হোয়াইট হাউস ও রিপাবলিকান প্রতিষ্ঠানে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট হিসেবে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ট্রাম্পের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিতে পারে বইটি।
×