ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে চলন্ত বাসে গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ, আটক ৫

প্রকাশিত: ০৬:০৮, ১০ এপ্রিল ২০১৮

ধামরাইয়ে চলন্ত বাসে গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ, আটক ৫

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ এপ্রিল ॥ ধামরাইয়ে চলন্ত বাসে এক নারীশ্রমিককে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত ‘যাত্রীসেবা’ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- চালক বাবু, হেলপার বলরাম এবং ধর্ষণকারী মকবুল, সোহেল ও আজিজুল। জানা গেছে, গণধর্ষণের শিকার ওই নারী পোশাকশ্রমিক (২৪) ধামরাইয়ের শ্রীরামপুর এলাকাস্থ ‘গ্রাফিক্স টেক্সটাইল’ নামক একটি পোশাক কারখানায় চাকরিরত রয়েছে। রবিবার রাতে ডিউটি শেষে ওই নারী শ্রমিক কারখানার সামনে থেকে ইসলামপুর এলাকার বাসায় যাওয়ার জন্য ‘যাত্রীসেবা’ পরিবহনের একটি বাসে (ঢাকা-মেট্রো-জ-১৪-০৮১৫) ওঠে। কিছুক্ষণ পরই বাসটির ভিতরে থাকা যুবকরা মহাসড়কে চলাচলরত অবস্থায় ওই নারীশ্রমিককে গাড়ির ভিতরে গণধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারীশ্রমিক বাসের ভিতর থেকে চিৎকার করলে ধামরাইয়ের পাল সিএনজি’র সামনে থেকে পুলিশ বাস ও বাসের ভিতরে থাকা ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে। ধর্ষণের শিকার ওই নারীশ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়।
×