ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিস্তা ব্যারাজ অভিমুখে বাসদের রোড মার্চ সমাপ্ত

প্রকাশিত: ০৪:৫৪, ১০ এপ্রিল ২০১৮

তিস্তা ব্যারাজ অভিমুখে বাসদের রোড মার্চ সমাপ্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা থেকে তিন দিনব্যাপী তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চ সোমবার বেলা সাড়ে তিনটায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টের তিস্তা ব্যারেজে শেষ হয়েছে। বিকেলে তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চের সমাপনী সমাবেশ করা হয় ডিমলা উপজেলার চাঁপানীবাজারের তহসিল অফিসের মাঠে। এতে সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ। সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শুধু তিস্তার পানিরই সমস্যা নয়; ফারাক্কার প্রভাবে গোটা উত্তরবঙ্গ আজ মরুভূমির পথে। ভারতের সঙ্গে অভিন্ন ৫৪ নদীসহ ৫৭টি আন্তর্জাতিক নদীর পানিবণ্টনের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
×