ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদক না পেলেও মাবিয়ার পারফর্মেন্সে উন্নতি

প্রকাশিত: ০৬:৪৭, ৮ এপ্রিল ২০১৮

পদক না পেলেও মাবিয়ার পারফর্মেন্সে উন্নতি

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে চলমান কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনে বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত পদক না জিতলেও পারফর্মেন্সে উন্নতি করেছেন। শনিবার ৬৩ কেজি ওজন শ্রেণীতে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন তিনি। মাবিয়ার এই ইভেন্টে অংশ নিয়েছিলেন ১৩ প্রতিযোগী। ষষ্ঠ হন মাবিয়া। কারারা স্পোর্টস এরিনাতে স্ন্যাচ ও ক্লিন এ্যান্ড জার্ক মিলিয়ে ১৮০ কেজি ওজন তোলেন তিনি। এর মধ্যে স্ন্যাচে তোলেন ৭৮ কেজি। আর ক্লিন এ্যান্ড জার্কে ১০২ কেজি। এর আগে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে ১৭৯ কেজি ওজন তুলেছিলেন এই ভারোত্তোলক। ওটাই ছিল মাবিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ। গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে সেটাকে ছাড়িয়ে গেছেন তিনি। এর আগে ৫৩ কেজিতে ফুলপতি চাকমা ১২তম ও ৫৮ কেজি ওজন শ্রেণীতে ১৩তম হন ফাহিমা আক্তার ময়না। আর ছেলেদের ৬৯ কেজিতে শিমুল কান্তি সাহা কিছুই করতে পারেননি। হ্যাম্পশায়ারে ডেল স্টেইন স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ডেল স্টেইন। জুনে ‘রয়্যাল ওয়ানডে’ কাপ ও কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি। মূলত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিতেই কাউন্টিতে যোগ দিবেন স্টেইন। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হিল ইনজুরিতে পড়েন তিনি । যে কারণে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র শেষ হওয়া টেস্ট সিরিজ খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই পেসার। তবে বর্তমানে অনেকাংশেই সুস্থ তিনি। ফিটনেস ফিরে পাবার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন স্টেইন। আশা করা হচ্ছে, কাউন্টির আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং কাউন্টি-শ্রীলঙ্কা সিরিজে নিজেকে মেলে ধরবেন স্টেইন। স্টেইনকে দলে নেয়ার ব্যাপারে হ্যাম্পাশায়ারের ডিরেক্টর জাইলস হোয়াইট বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা পেসার স্টেইন। ইনজুরি নিয়ে দীর্ঘদিন যাবত ভুগছিল সে। হতাশাজনক সময় পার করবার পর এখন নিজেকে মেলে ধরার জন্য অনেক বেশি অনুপ্রাণিত সে। এখানে আমরা তাকে সর্বাত্মক সহায়তা করব। যাতে সে পুরোদমে বোলিং করতে এবং দলের জন্য ভাল পারফর্মেন্স করতে পারে।’ স্টেইন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটের (৪১৯) মালিক। বিএসজেএ’র বার্ষিক সাধারণ সভা স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ১৪তম বার্ষিক সাধারণ সভা সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি সাইদুর রহমান শামীম। বিগত এক বছরে বিএসজেএ সদস্যদের পরিবারের ও ক্রীড়াঙ্গনে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এজিএমের শুরুতে ১৬তম দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন গত এক বছরের সংগঠনের বিভিন্ন কর্মকা-ের রিপোর্ট পেশ করেন। অর্থ সম্পাদক একেএম আবু সাদাত ১ জানুয়ারি-৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সংগঠনের আর্থিক প্রতিবেদন পাঠ করেন। গত দ্বিবার্ষিক সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্টের পর সদস্যরা সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন। নতুন সদস্যদের সবার সামনে পরিচয় করিয়ে দেয়া হয়। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিএসজেএ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামান।
×