ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঁতারু ক্লসের আরেকটি স্বর্ণপদক

প্রকাশিত: ০৬:৪৪, ৮ এপ্রিল ২০১৮

সাঁতারু ক্লসের আরেকটি স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান কমনওয়েলথ গেমসে সবার দৃষ্টি নিবদ্ধ চ্যাড লি ক্লসের দিকে। এবার নতুন ইতিহাস গড়ার সুযোগ এ দক্ষিণ আফ্রিকান সাঁতারুর। চারবার বাটারফ্লাইয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। টানা তৃতীয়বার এখন কমনওয়েলথ গেমসে এ ইভেন্টে স্বর্ণপদক জেতার প্রথম নজির স্থাপন করেছেন। ৫০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জেতার পর গেমস রেকর্ড গড়ে ২০০ মিটার বাটারফ্লাইয়েও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আর সাইক্লিংয়ে একেবারে নতুন মুখ চার্লি ট্যানফিল্ড পুরুষদের ৪০০০ মিটার ব্যক্তিগত পারসুইটে স্বর্ণ জিতে বিস্ময়ের জন্ম দিয়েছেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তবে আগেরদিন গেমসের নতুন রেকর্ড গড়ে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণজয়ী ব্রিটিশ সাঁতারু এ্যাডাম পিয়েটি নিজেকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। শূটার মিক গল্ট ও ফিলিপ এ্যাডামস ১৮টি করে পদক জয়ের কমনয়েলথ রেকর্ড ধরে রেখেছেন। এবার গেমসে আসার আগে ক্লসের কমনওয়েলথ পদকের সংখ্যা ছিল ১২টি। এবার তিনি ৭ ইভেন্টে অংশ নেবেন। যদি সবগুলোতেই পদক জিততে সক্ষম হন সেক্ষেত্রে দু’জনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন। সেই পথে বেশ ভালভাবেই এগিয়ে চলেছেন তিনি। টানা দুটি স্বর্ণপদক জেতা হয়েছে। ৫০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতে শুরু করেছিলেন ক্লস। এবার তিনি ২০০ মিটার বাটারফ্লাইয়েও স্বর্ণপদক জয় করলেন। কমনওয়েলথ গেমসের রেকর্ড ১ মিনিট ৫৪ সেকেন্ড টাইমিং গড়ে তিনি চ্যাম্পিয়ন হন। সবমিলিয়ে ক্যারিয়ারের ষষ্ঠবার কমনওয়েলথ চ্যাম্পিয়ন হলেন তিনি। গেমসে সার্বিকভাবে ১৪টি পদক জেতা হলো তার। আরও ৫টি ইভেন্ট রয়েছে ক্লসের। এর মধ্যে চারটিতে যে কোন পদক জিতলেই গল্ট ও এ্যাডামসের রেকর্ড স্পর্শ করবেন তিনি। এ দিনের জয়ের মাধ্যমে ২০০ মিটার বাটারফ্লাইয়ে টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতার অনন্য রেকর্ড গড়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার দুই সাঁতারু লাইজেল জোন্স (১০০/২০০ মিটার ব্রেস্টস্ট্রোক) এবং পেট্রিয়া টমাস (১০০ মিটার বাটারফ্লাই) টানা তিনবার এই গেমসে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। ক্লস আলোচনায় এসেছিলেন ‘ফ্লাইং ফিশ’ খ্যাত কিংবদন্তি মাইকেল ফেলপসকে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে হারিয়ে। এর আগ পর্যন্ত ফেলপস ছিলেন বাটারফ্লাইয়ের এ ইভেন্টে অপ্রতিরোধ্য এক সম্রাট। সাইক্লিংয়ে একের পর এক চমক চলছেই। শনিবারও সবাইকে চমকে দিয়ে পুরুষদের ৪০০০ মিটার ব্যক্তিগত পারসুইটে স্বর্ণ জয় করেন চার্লি। ব্রিসবেনের এ্যানা মিয়ার্স ভেলোড্রোম ট্র্যাকে অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়তে পারেননি এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ব্রিটিশ এ তরুণ এখনও পেশাদার সাইক্লিংয়ের এ্যামেচার। তাকে ব্রিটিশ সাইক্লিং কর্তারা কিছুদিন পাশ কাটিয়েই গেছেন। কিন্তু বেশিদিন সেটা থাকেনি। মাত্র কয়েক সপ্তাহ আগে ব্রিটেনের হয়ে সাইক্লিংয়ে অভিষেক হয় হল্যান্ডের এ্যাপেলড্রুনে ইউসিআই ট্র্যাক সাইক্লিং বিশ্বচ্যাম্পিয়নশিপসে। অবশেষে চার্লিই ৪ মিনিট ১১.৪৫৫ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণপদক জিতলেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার জ্যাক বোব্রিজ ৪ মিনিট ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই ইভেন্টে। তবে চার্লি গড়েছেন কমনওয়েলথ গেমসের রেকর্ড। এই ইভেন্টের আগেরদিন দলগত পারসুইটে রৌপ্য জিতেছেন তিনি। তার বড় ভাই ২৩ বছর বয়সী হ্যারি ট্যানফিল্ড আছেন ইংল্যান্ডের রোড সাইক্লিং টিমে। জয়ের পর চার্লি বলেন, ‘খুবই অবিশ্বাস্য ব্যাপার যে জিতেছি। দুই বছর আগে জাতীয় পর্যায়ে যখন প্রতিযোগিতায় নেমেছিলাম সেটাই আমার প্রথম। কিন্তু ১৫/১৬ বছর বয়সেই আমার অভীষ্ট লক্ষ্য ছিল কমনওয়েলথ গেমসে অংশ নেয়ার। কিন্তু আমি তারচেয়ে বেশিই পেয়েছি।’ মাত্র দুই মাস আগে পূর্ণকালীন সাইক্লার হয়ে ওঠেন চার্লি। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি এটাও বেশ উপভোগ করছেন তিনি। জানিয়েছেন এখন তার মূল লক্ষ্য বিশ্বরেকর্ড গড়া। তবে পুরুষ সাঁতারের ব্যাকস্ট্রোকে অন্যতম ফেবারিট পিয়েটি নিজেকে নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। যদিও তিনি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন গেমস রেকর্ড গড়েই স্বর্ণপদক জিতেছেন। কিন্তু তিনি বলেন, ‘চার বছর অপরাজেয় আছি এবং এখনও স্বর্ণপদক জিতলাম। কিন্তু নিজেকে নিয়ে সন্তুষ্ট নই। কারণ এটা আমার সেরা পারফর্মেন্স নয়। আমি নিজের সেরা অবস্থাটা দেখাতে চাই।’
×