ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমি উদ্ধারের নির্দেশ

প্রকাশিত: ০৭:০১, ৫ এপ্রিল ২০১৮

জমি উদ্ধারের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকায় এনার্জি প্যাকের নামে শীতলক্ষ্যা নদী, হালট ও কৃষি জমি জবরদখল করে নিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে বালু ভরাট বন্ধসহ সরকারী জমি ও অবৈধভাবে জবরদখলে থাকা কৃষিজমি উদ্ধারের নির্দেশ দিয়েছেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানকে জমি উদ্ধারের পর নিশানা টানিয়ে দেয়ার জন্য বলেন। এসময় ভুক্তভোগী কৃষকসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। ইউএনও জানান, নদী, হালট ও কৃষিজমি জবরদখল করে বালু ভরাটের বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকগুলোয় সংবাদ প্রকাশ করা হলে প্রশাসনের নজরে আসে।
×