ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ চীন সাগর নিয়ে বিবাদ মেটাচ্ছে চীন ও ভিয়েতনাম

প্রকাশিত: ০৪:০০, ৩ এপ্রিল ২০১৮

দক্ষিণ চীন সাগর নিয়ে বিবাদ মেটাচ্ছে চীন ও ভিয়েতনাম

ভিয়েতনাম ও চীনের পররাষ্ট্রমন্ত্রিরা রবিবার দক্ষিণ চীন সাগর নিয়ে বিবাদ নিরসনে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। হ্যানয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রিরা এ বিষয়ে একমত হয়েছেন যে তারা দক্ষিণ চীন সাগর নিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করবেন। বিবাদ যেন ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করে যেতে তারা একমত হয়েছেন।- টাইমস অব ইন্ডিয়া ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাম বিনহ মিনহ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সম্পাদিত সমঝোতা বাস্তবায়নের দিকে উভয়পক্ষ ভবিষ্যতে দৃষ্টি রাখবে। আমাদের লক্ষ্য হবে বিবাদের মাত্রা সীমিত রাখা, কোনভাবেই এটি যেন ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা। এ ছাড়া আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী একে অন্যের আইনগত অধিকার ও স্বার্থকে সম্মান করব। ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাম মিনহ বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য সমুদ্রে জলসীমা নিয়ে বিতর্ক অবসান হওয়া জরুরী। চীনের পররাষ্ট্রমন্ত্রী তার দিক থেকে বলেন, বিবাদ নিরসনের স্বার্থে উভয়পক্ষের কাউকে একতরফাভাবে কিছু করা উচিত নয় যা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে। দক্ষিণ চীন সাগর নিয়ে দু দেশ এখন যে অবস্থানে তা খুবই ইতিবাচক বলে তিনি মনে করেন। দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম একটি বড় ধরনের তেল অনুসন্ধান প্রকল্প বাদ দেয়ার পর দেশটি সফরে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি। চীনের চাপে এক বছরের মধ্যে দ্বিতীয় বারের মতো প্রকল্প বাস্তবায়ন থেকে পিছু হটতে বাধ্য হয় ভিয়েতনাম। জ্বালানি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ। সেখানে সাতটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক স্থাপনা বসিয়েছে বেজিং। চীনের এসব কর্মকা- প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। চীনও ভিয়েতনামসহ আরও তিনটি দেশ সাগরের ওই অংশের ওপর নিজেদের মালিকানা দাবি করে থাকে। দেশগুলো হলো তাইওয়ান, ব্রুনেই ও ফিলিপিন্স। তবে বিতর্কিত জলসীমার বেশিরভাগ অংশ নিজের বলে দাবি করে চীন। ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট রড্রিগোদুতের্তে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ কারণে ২০১৪ সালে হেগের আন্তর্জাতিক সালিশ আদালত ম্যানিলার পক্ষে রায় দিলেও দুতের্তে তা নিয়ে খুব বেশি উচ্চবাচ্চ্য করেননি। দক্ষিণ চীন সাগর নিয়ে ভিয়েতনাম ও চীনের দ্বন্দ্ব অবশ্য খুব একটা প্রকাশ্যে আসেনি। ২০১৪ সালে সাগরে ভিয়েতনামের দাবিকৃত অংশে চীন তেল অনুসন্ধানের উদ্যোগ নিলে ভিয়েতনামে ব্যাপক চীন বিরোধী বিক্ষোভ দেখা দিয়েছিল। গত মাসের শুরুর দিকে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন চার দশক পর প্রথমবারের মতো ভিয়েতনাম পৌঁছায়।
×