ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে যুবক খুন, বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৯, ২ এপ্রিল ২০১৮

রাজধানীতে যুবক খুন, বিদ্যুতস্পৃষ্টে  ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক যুবক খুন হয়েছে। এদিকে নয়াপল্টনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পানি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পল্লবীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রুবেল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টা পরও কাউকে গ্রেফতার করতে পারেনি। রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাই বুলবুল জানান, রুবেল স্থানীয় একটি মাংসের দোকানের কর্মচারী। তাদের বাসা মিরপুর ১১ নম্বর সেকশনের বিহারি ক্যাম্পে। তিনি জানান, শনিবার রাতে স্থানীয় ইমরানসহ ৪/৫ জন রুবেলকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা মিরপুর ১১ নম্বর সেক্টরের সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত দোকানে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযোগ করেন, এলাকার সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ইমরান নামে এক যুবকের সঙ্গে ঝামেলা ছিল রুবেলের। এর আগে একবার রুবেল ইমরানের ওপর হামলা করেছিল। এরই জের ধরে ইমরান তার দলবল নিয়ে সিটি কর্পোরেশন মার্কেটে রুবেলকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করে। নিহতের মামা সাব্বির হোসেন জানান, ইমরানের সঙ্গে রুবেলের দ্বন্দ্ব ছিল। এরই জেরে ইমরান রুবেলকে খুন করেছে। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ॥ নয়াপল্টনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ রাজিব হাসান (৩০) নামে একজন পানি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বাবার নাম কামাল উদ্দিন। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বানিয়া ধলা এলাকায়। তিনি নয়াপল্টন মসজিদ গলির ৮৪/৪ নম্বর বাসায় থাকতেন। নিহতের সহকর্মী শাহীন জানান, রাজিব পানি জারে ভরে দোকানে দোকানে সরবরাহ করতেন। তিনি জানান, রবিবার সকাল ৯টার দিকে পানির কারখানা থেকে জারে পানি ভরে ভ্যানে করে নিয়ে দোকানে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কারখানার সামনে রাজিব বিদ্যুতের একটি ছেঁড়া তার ঝুলতে দেখে। পরে সে হাত দিয়ে ওই বৈদ্যুতিক তার সরাতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার ছোট ভাই শাহিন তাকে দ্রুত উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×