ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরায় বন্দুকযুদ্ধ ॥ গুলিবিদ্ধ ডাকাতের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩১, ৩১ মার্চ ২০১৮

মাগুরায় বন্দুকযুদ্ধ ॥ গুলিবিদ্ধ ডাকাতের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা , মাগুরা , ৩০ মার্চ ॥ সদর উপজেলার ছোনপুর গ্রামে বৃহস্পতিবার রাত ২টার দিকে ফখরুল ইসলামের (৪২) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত ফকরুল া সদর উপজেলার জগদল গ্রামের নুরুল শেখের পুত্র । পুলিশ জানিয়েছে, দুই দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধের সময় সে নিহত হয়েছে। পুলিশ জানায়, রাত ২ টার দিকে মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামের একটি মাঠের মধ্যে দুপক্ষের গোলাগুলির শব্দ শুনে সদর থানা পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহসহ ৪ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফখরুল একজন ডাকাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ডাকাতি করতে এসে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির সময় ওই ডাকাত নিহত হয়েছে। . বাগেরহাটে ব্যবসায়ীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, কচুয়া উপজেলায় মনা শিকদার (৫৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার বাড়ির পাশে একটি ছবেদা গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মনা উপজেলার বাধাল ইউনিয়নের আফরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মনার ভাই স্থানীয় ই্উপি সদস্য সেলিম শিকদার জানান, মনা এলাকায় মাছের পোনার ব্যবসা করতেন। কিছুদিন আগে তার বড় ছেলের পা ভেঙ্গে যায়। তাকে চিকিৎসা করাতে তার লোন করতে হয়েছে। ধারণা করা হচ্ছে, লোন থেকে বাঁচতে তিনি আত্মহত্যা করেছেন।
×