ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-জো বাইডেন একে অপরকে পেটানোর হুমকি দিলেন

প্রকাশিত: ০৬:৩২, ২৮ মার্চ ২০১৮

ট্রাম্প-জো বাইডেন একে অপরকে পেটানোর হুমকি দিলেন

যুক্তরাষ্ট্রের ক্ষ্যাপাটে স্বভাবের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার ক্ষ্যাপাটেপনার ষোলকলা পূর্ণ করলেন। ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে তিনি পেটানোর হুমকি দিলেন। অবশ্য হুমকিটা প্রথমে এসেছিল জো বাইডেনের পক্ষ থেকেই। মার্কিন সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এ সংক্রান্ত একটি টুইটারের বরাত দিয়ে বৃহস্পতিবার দিয়েছে এ খবর। খবর ওয়েবসাইটের। ট্রাম্প তার টুইটে লিখেছেন, ক্ষ্যাপা জো বাইডেন নিজেকে ডাকাবুকো লোক বলে প্রমাণের চেষ্টা চালাচ্ছে। আসলে সে দুর্বল, শারীরিক ও মানসিক দু’দিক থেকেই। তারপরও সে আমায় ভয় দেখাচ্ছে। এ নিয়ে দু’দুবার সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভয় দেখিয়েছে। সে আসলে চেনে না আমি কেমন লোক। নিমিষে সে কেঁদেও পার পাবে না। এভাবে ভয় দেখাতে এসো না, জো। আসল ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সেদিন ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট মিয়ামিতে যৌন নিপীড়নবিরোধী একটি র‌্যালিতে যোগ দিয়ে ২০০৫ সালে নারীদের নিয়ে ট্রাম্পের করা আপত্তিকর মন্তব্যের কড়া সমালোচনা করেন। একসেস হলিউড নামের একটি ভিডিও টেপে ট্রাম্প বলেছিলেন, নারীদের অনুমতি ছাড়াই তিনি মেয়েদের শরীর স্পর্শ করতে পারেন। এমনটি করেছেনও। মঙ্গলবারের র‌্যালিতে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বয়সী জো বাইডেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমরা যদি হাইস্কুলের ছাত্র হতাম, তাহলে আমি জিমনেসিয়ামের পেছনে নিয়ে গিয়ে পিটিয়ে ওকে তুলোধুনো করতাম। জো বাইডেন এ সময় আরও বলেন, যদি শুনি সে মেয়েদের নিয়ে আপত্তিকর কথা বলেছে তাহলে আমি ওকে পিটিয়ে তুলোধুনো করব।
×