ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ ভবন ভাঙ্গার সময় চেয়ে আবেদনের আদেশ কাল

প্রকাশিত: ০৫:৪২, ২৬ মার্চ ২০১৮

 বিজিএমইএ ভবন ভাঙ্গার সময় চেয়ে আবেদনের আদেশ কাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিল প্রকল্পের ভেতরে বেআইনীভাবে নির্মাণ করা ১৬তলাবিশিষ্ট বিজিএমইএ ভবন ভাঙ্গার জন্য আরও এক বছর সময় চেয়ে আবেদনের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ৪ মার্চ বিজিএমইএ ভবন ভাঙ্গার জন্য এক বছর সময় চেয়ে আবেদন করে কর্তৃপক্ষ। গত বছরের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন ভাঙ্গার জন্য সময় চেয়ে এক আবেদনের প্রেক্ষিতে পোশাক রফতানিকারকদের এই সংগঠনকে ৭ মাস সময় বাড়িয়েছিল সর্বোচ্চ আদালত। সে হিসেবে আগামী ১১ এপ্রিল আদালতের বেঁধে দেয়া সময় শেষ হবে। রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গত বছরের মার্চে বিজিএমইএর আবেদনের প্রেক্ষিতে আপীল বিভাগ ছয় মাস সময় দিয়েছিল, যা শেষ হয় গত ১২ সেপ্টেম্বর। এরপর থেকেই নতুন করে ৭ মাস গণনা শুরু হয়।
×