ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আর্থিক নিশ্চয়তা না থাকায় এ্যাথলেটিক্সের অবনতি!

প্রকাশিত: ০৭:০৭, ২৪ মার্চ ২০১৮

আর্থিক নিশ্চয়তা না থাকায় এ্যাথলেটিক্সের অবনতি!

স্পোর্টস রিপোর্টার ॥ আর্থিক নিশ্চয়তা নেই, তাই মেধা থাকা সত্ত্বেও এ্যাথলেটিক্সের উন্নতি হচ্ছে না বলছেন বিকেএসপির কোচ আবদুল্লাহ হেল কাফি। শুধু ফেডারেশন বা বিকেএসপি নয়, ক্লাব সংস্কৃতি চালু হলে এই ইভেন্টেও ভাল ফল সম্ভব বলে মনে করেন তিনি। কয়েকদিন আগে শেষ হয়েছে বাংলাদেশ যুব গেমস। এই আসরে এ্যাথলেটিক্স ইভেন্টে বরাবরের মতোই দাপট দেখিয়েছে বিকেএসপির শিক্ষার্থীরা। সঠিক অনুশীলন এবং শারীরিক সক্ষমতায় এই প্রতিষ্ঠানের ধারে কাছেও আসতে পারেনি দেশের বিভিন্ন জেলা থেকে আসা এ্যাথলেটরা। খাদ্যাভ্যাস থেকে শুরু করে পরিচর্যার অভাবের কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন কাফি।
×