বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের নিচতলায় মঙ্গলবার বেলা ১১টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাসেবা সেলের উদ্বোধন করা হয়েছে। চিকিৎসাসেবা সেলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ও ২১ আগস্ট বাংলাদেশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডাঃ এ কে এম সালেক, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডাঃ মোঃ ছয়েফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম মানিক, ২১ আগস্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন নাজমুল প্রমুখ। -বিজ্ঞপ্তি
সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১০ মেয়াদের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। মোট ৬ হাজার ১৫২ জনের মধ্যে প্রথম দিনে ২হাজার ৬শ’ ৯ জন ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হবে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ৪৫টি বুথে ভোট গ্রহণ চলছে।
বিএসএমএমইউ
২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাসেবা সেল উদ্বোধন
প্রকাশিত: ০৬:০৫, ২২ মার্চ ২০১৮
আরো পড়ুন