ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২ মার্চ থেকে হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা

প্রকাশিত: ০৫:৫৩, ২০ মার্চ ২০১৮

২২ মার্চ থেকে হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২২ মার্চ থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক পর্যটন মেলা। ইউএস-বাংলা এয়ারলাইন্স, ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮ নামে এই মেলাটি ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা দি বাংলাদেশ মনিটরের উদ্যোগে টাইটেল স্পন্সর বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স সহায়তা করছে। এ ছাড়া পার্টনার হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ মেলার আয়োজনে সহায়তা করছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ওইদিন সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সাংবাদিকদের এসব বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. মোঃ নাসির উদ্দীন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আতিক রহমান চিশতি। সম্মেলনে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়। কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বিকাশে সহায়তার লক্ষ্য নিয়ে ১৫ বছর পূর্বে আমরা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। বিগত বছরগুলোতে পর্যটন ক্ষেত্রে বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বেসরকারী বিমান কোম্পানি আসার পরে আকাশপথে যাত্রী যাওয়া আসা অনেক বেড়েছে। মেলা চলাকালীন সময়ে আগামী শনিবার ‘নৌ পর্যটনে বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। যা এ দেশে প্রথম। সংবাদ সম্মেলনে জানান হয়, স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৮টি প্রতিষ্ঠান ৫টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেÑ জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, অনলাইন বুকিং/পোর্টাল ও অন্যান্য। এবারের মেলার উল্লেখ্যযোগ্য দিক হচ্ছেÑ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন সংস্থা, নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ড, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর মতো ৫টি জাতীয় পর্যটন সংস্থার অংশগ্রহণ। বাংলাদেশের ৪টি এয়ারলাইন্সই এবারের মেলায় অংশ নিচ্ছেÑ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করবে। সম্মেলনে জানান হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মেলা ভিজিট করা যাবে। প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন অর্থাৎ ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা মিঃ গ্র্যান্ড র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফল ড্র বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে।
×