ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিছানা পত্তর ও টয়লেট নিয়ে ভ্রমণ

প্রকাশিত: ০৪:২২, ১৯ মার্চ ২০১৮

বিছানা পত্তর ও টয়লেট নিয়ে ভ্রমণ

ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস যেখানেই ভ্রমণ করুন না কেন নিজের বিছানা ও টয়লেট সিট সঙ্গেই রাখেন। এ ছাড়াও থাকে পানি, হুইস্কি ও পেইন্টিং। মোট ১২৪ রকম ব্যক্তিগত জিনিস সঙ্গে রাখেন। অনুসন্ধানী সাংবাদিক টম বাওয়ারের সদ্য লেখা ‘রেবেল প্রিন্স : দ্য পাওয়ার, প্যাশন এ্যান্ড ডিফেন্স অব প্রিন্স চার্লস’ বইতে এ রকমটাই দাবি করা হয়েছে। Ñস্কাই নিউজ বরিস জনসনের দুঃখ প্রকাশ ব্রিটেনের নটিংহ্যাম শহরে মারিয়াম মুস্তফা নামে ১৮ বছর বয়সী এক মিসরীয় ছাত্রী দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর লন্ডন-কায়রো সম্পর্কে দ্বন্দ্ব তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ সময়মতো হস্তক্ষেপ করেনি। এই প্রেক্ষাপটে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শুক্রবার তিনি মেয়েটির মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। -টেলিগ্রাফ
×