ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নর্দান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ মার্চ ২০১৮

নর্দান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

১৪ মার্চ উৎসব ও আনন্দঘন পরিবেশে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪র্থ সমাবর্তন। এতে রাষ্ট্রপতি ও নর্দান ইউনিভার্সিটির চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদের পক্ষ থেকে গ্রাজুয়েটদের ডিগ্রী প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সমাবর্তনে বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে আশকোনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এ সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী তার বক্তব্যের শুরুতেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু ও আধুনিক বিশে^র সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও বাস্তব জ্ঞানে সমৃদ্ধ নাগরিক তৈরির জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। গ্রাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আজকে ডিগ্রী নিচ্ছ, কিন্তু তোমাদের বাস্তব কর্মজীবন শুরু করতে হবে এখান থেকেই। নর্দান ইউনিভার্সিটি তোমাদের যে নৈতিক। -বিজ্ঞপ্তি
×