ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী গ্রীষ্মে পিএসজি ছাড়তে পারেন এডিনসন কাভানি

‘নেইমারকে নিয়ে কথা বলাই অযৌক্তিক’

প্রকাশিত: ০৬:৫৬, ১১ মার্চ ২০১৮

‘নেইমারকে নিয়ে কথা বলাই অযৌক্তিক’

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা ছেড়ে গত বছরেই নতুন করে ঠিকানা গড়েন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। দলবদলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ব্রাজিলিয়ান সুপারস্টাকে দলে ভেড়ায় প্যারিস জায়ান্টরা। এই সময়ের মধ্যে অসংখ্যবার শিরোনামে উঠে এসেছেন নেইমার। কেন ন্যুক্যাম্প ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা? ক্লাব সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি-বিতর্ক, কোচ উনাই এমেরির সঙ্গে মতের অমিল কিংবা পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নতুন করে ঠিকানা গড়াসহ এ রকম অনেক খবরের জন্ম দিয়েছেন তিনি। এবার এলেন নতুন খবরের শিরোনাম হয়ে। আবারও তার সাবেক ক্লাব বার্সিলোনায় ফিরতে চান নেইমার। কাতালান ক্লাবটি থেকে চলে আসাটা যে ভুল ছিল তা এখন আর বুঝতে বাকি নেই তার। যে কারণেই আবারও স্প্যানিশ লা লিগার অন্যতম সেরা ক্লাব বার্সিলোনায় ফেরার ইচ্ছে প্রকাশ করেন সাবেক সান্তোস ফরোয়ার্ড। তবে নেইমারের এমন খবর নিয়ে কথা বলতেই রাজি নন বার্সিলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মেসি-ইনিয়েস্তাদের কোচ সাফ জানিয়ে দেন, ‘আপনারা কোথায় থেকে পেয়েছেন এই খবর তা আমি জানি না। তবে নেইমারকে নিয়ে কথা বলাটাই অযৌক্তিক, কারণ সে এখন ভিন্ন আরেকটি ক্লাবের হয়ে খেলে। আমাদের একটা নীতি আছে, অন্য কোন ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পারি না। সে একজন ভাল খেলোয়াড়, এ বিষয়ে কোন সন্দেহ নেই, কিন্তু সে তো আর এখন আমাদের হয়ে খেলে না। আমি বরং আমাদের খেলোয়াড়দের নিয়েই কথা বলতে পারি।’ তবে নেইমারের পিএসজি ছাড়াটা মোটেও সহজ ব্যাপার নয়। পার্ক ডি প্রিন্সেস ত্যাগ করতে হলে তাকে অনেক জটিলতাই অতিক্রম করতে হবে। কিন্তু ফরাসী গণমাধ্যমের খবর আগামী গ্রীষ্মেই পিএসজি ছাড়তে চলেছেন এডিনসন কাভানি। কেননা, চলতি মৌসুমে পিএসজির মূল লক্ষ্য ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। কিন্তু সেই পথের শেষ ষোলোতেই থেমে গেছে পিএসজির যাত্রা। প্যারিস জায়ান্টদের বিদায় করে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়ের পর থেকেই পিএসজিকে নিয়ে ফুটবল দুনিয়ায় চলছে নানান রকমের গুঞ্জন আর আলোচনা। প্যারিসের গণমাধ্যমের খবর অনুযায়ী শুরুতেই শুনা যায় কোচ উনাই এমেরিকে বদলে ফেলবে পিএসজি। শুক্রবার ফরাসী দৈনিক লে প্যারিসিয়েন জানায়, এডিনসন কাভানিও পিএসজি ছাড়তে আগ্রহী। যদিওবা উরুগুইয়ান স্ট্রাইকার এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। গত গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ায় পিএসজি। এরপর কিলিয়ান এমবাপ্পেকেও মোনাকো থেকে ধারে নিয়ে আসে তারা। এরপর থেকেই পিএসজির ওপর ঝুলছিল ফিন্যানসিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) খড়গ। তাই কাভানি অন্য কোথাও ঠিকানা গড়লে ফিন্যানসিয়াল ফেয়ার প্লে’র দিক থেকে স্বস্তি ফিরবে পিএসজি শিবিরে। ২০১৩ সালে নেপোলি থেকে প্যারিসের জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়েছিলেন কাভানি। এরপর থেকেই দাপুটে পারফর্মেন্স উপহার দিয়ে এসেছেন তিনি। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম নয়। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিলেও ফ্রেঞ্চ লীগ ওয়ানে দুর্দান্ত খেলছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। এ মৌসুমে বিতর্কেও জড়িয়ে পড়ে তার নাম। বিশেষ করে পিএসজির আক্রমণভাগে নেইমার যোগ দিলে। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয় তার। তবে আগামী গ্রীষ্মে কাভানির পিএসজি ছাড়ার খবরে লে প্যারিসিয়েন কিন্তু নেইমারের সঙ্গে পেনাল্টি বিতর্ক আমলে আনেনি মোটেও।
×