ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর উদারতায় শিশু বাজেট

প্রকাশিত: ০৬:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রীর উদারতায় শিশু বাজেট

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর মমতার কারণেই সরকার শিশু বাজেট প্রণয়ন করেছে। এর আগে কোন সরকার এ ধরনের বাজেট বরাদ্দ দেয়নি। যার মাধ্যমে শিশুদের কল্যাণে প্রধানমন্ত্রীর উদারতার পরিচয় ফুটে উঠেছে। তিনি প্রতিবন্ধীদের উন্নয়নে গৃহীত কার্যক্রমকে শুধুমাত্র প্রফেশনাল কার্যক্রমের বিষয়বস্তুতে পরিণত না করে দায়িত্বের সঙ্গে কাজ করার জন্য এনজিওসমূহকে আরও বেশি যতœশীল হওয়ার আহ্বান জানান। সোমবার জাতীয় সংসদ ভবনে আইপিডি সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের জন্য দোয়া স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পিলখানা হত্যাকা-ে শহীদ ব্যক্তিবর্গের শাহাদাত বার্ষিকী পালিত হলো। সোমবার বাদ আছর পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে শহীদ ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
×