ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে প্রতারণা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

কেশবপুরে প্রতারণা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ পুলিশে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের ইব্রাহীম হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে কেশবপুর শহর থেকে যশোর কোতোয়ালি ও কেশবপুর থানার পুলিশ যৌথভাবে প্রতারণা মামলায় আওয়ামী লীগ নেতা পুলিশ জানান, কেশবপুরের হাড়িয়াঘোপ গ্রামের এইচএসসি পড়ুয়া বৃষ্টি খাতুনকে পুলিশ কনস্টেবলে চাকরি দিতে প্রতারণা করা যশোর কোতোয়ালি থানার প্রতারণা মামলায় (নং-৭/২২-২-১৮) তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী হাড়িয়াঘোপ গ্রামের হায়দার আলী মোড়ল জানান, খুব ছোট বেলায় আমার নাতনি বৃষ্টির পিতা মারা যায়। তারপর থেকে বৃষ্টি আমার বাড়ি থেকে লেখাপড়া করছে। ভান্ডারখোলা গ্রামের আজিজুল ৮ লাখ টাকা চুক্তি করে বৃষ্টির পুলিশ কনস্টেবলে চাকরি দেয়ার কথা বলে। চুক্তি মোতাবেক তার ছেলে শাহিনুরের প্রত্যাপপুর অগ্রণী ব্যাংকের হিসাব নম্বরের একটি ব্লাং চেক নেয় আজিজুল। গত ২২ ফেব্রুয়ারি যশোর পুলিশ লাইনে নিয়োগের জন্য বৃষ্টিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু লাইনে দাঁড়ানোর পরপরই বৃষ্টিকে বাদ দেয়া হয়। তখন আমি আজিজুলের কাছে আমাদের দেয়া চেকটি ফেরত চাই। কিন্তু আজিজুল ওই সময় নানা রকম কথা বলে চেক দিতে অস্বীকার করতে থাকলে উপস্থিত গোয়েন্দা পুলিশরা আজিজুলকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। থানায় আজিজুল জানায় চেকটি ইব্রাহীম হোসেনের কাছে রয়েছে। আজিজুল সেদিন থেকে জেলে রয়েছে। ইব্রাহীম হোসেন উপজেলা আওয়ামী লীগ ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
×