ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক ডেপুটি ম্যানেজারসহ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৩:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

সাবেক ডেপুটি ম্যানেজারসহ গ্রেফতার তিন

ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছে গোকুলনাথ শেঠিকে। শনিবার মুম্বাই থেকে গ্রেফতার করা হয় তাকে। গোকুলনাথ পিএনবির তৎকালীন ডেপুটি ম্যানেজার ছিলেন। গ্রেফতার করা হয়েছে পিএনবির আরও দুই কর্মীকে। তারা হলেন মনোজ খারাট ও হেমন্ত ভাট। মনোজ সিঙ্গল উইন্ডো অপারেটর হিসেবে কাজ করতেন। হেমন্ত ভাট নীরবেরই সংস্থার এক কর্মী। এ গ্রেফতারকৃতদের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। টাইমস অব ইন্ডিয়া। পিএনবি প্রতারণা মামলায় সিবিআই যে নতুন করে এফআইআর দায়ের করে তাতে নীরব মোদি, মোহুল চোক্সি, গোকুলিনাথ শেঠি ও মনোজ খারাটের নাম রয়েছে। নীরব ও তার সংস্থাকে বেআইনীভাবে ঋণ পাইয়ে দেয়ার অভিযোগ রয়েছে গোকুলনাথের বিরুদ্ধে। আর এই কাজে তাকে সহযোগিতা করতেন বলেও অভিযোগ উঠেছে সিঙ্গল উইন্ডো অপারেটর মনোজের বিরুদ্ধে। বৃহস্পতিবার ও শুক্রবার গোকুলিনাথ শেঠির মালাডের বাড়িতে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। শেঠির পরিবারের লোকদের দফায় দফায় জেরা করে তারা। কবে ফ্ল্যাট কেনা হয়েছে, কত টাকায় কেনা হয়েছে, টাকার উৎস কী- এসব জানতে চাওয়া হয় তাদের কাছে। শুধু তাই নয়, শেঠির ব্যাংক এ্যাকাউন্ট ও সম্পত্তি নিয়ে জেরা করা হয় বলে সিবিআই সূত্রে জানা গেছে। সিবিআই সূত্রে আরও জানানো হয়েছে, গোকুলনাথের বাড়িতে গিয়ে তার হদিস পাওয়া যায়নি। গত কয়েক দিন ধরেই ঠিকানা বদলে বদলে পালিয়ে বেড়াচ্ছিলেন গোকুলনাথ। অবশেষে শনিবার তার হদিস পেয়ে মুম্বাইয়েরই একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সিবিআই।
×