ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি যবিপ্রবির সমাবর্তনে যোগ দিতে যশোর যাচ্ছেন ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রাষ্ট্রপতি যবিপ্রবির সমাবর্তনে যোগ দিতে যশোর যাচ্ছেন ৭ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫৭০ গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে আট গ্র্যাজুয়েট পাচ্ছেন চ্যান্সেলর স্বর্ণপদক। একটি বর্ণাঢ্য ও মনোজ্ঞ সমাবর্তনের জন্য প্রায় সব প্রস্তুতিই শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৭ ফেব্রুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ‘৩য় সমাবর্তন-২০১৮’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘৩য় সমাবর্তন ২০১৮’-এ ৫৭০ গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন এবং ৪৬৬ অভিভাবক গ্র্যাজুয়েটদের সঙ্গে আসবেন। এ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তাসহ ৪৮৪ বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য সমাবর্তনে আট গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণ পদক, পাঁচ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড এবং ৫৬ শিক্ষার্থীকে ডিন্স এ্যাওয়ার্ড দেয়া হবে। উপাচার্য আরও বলেন, ‘৩য় সমাবর্তন-২০১৮’ আগামী ৭ ফেব্রুয়ারি (বুধবার) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ। বিশেষ থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এবারের সমাবর্তনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই প্রথম এশিয়া মহাদেশের বাইরের কোন নোবেল বিজয়ী বিজ্ঞানী সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে আসছেন। তিনি হলেন জার্মান নাগরিক, ১৯৮৮ সালে রসায়ন শাস্ত্রে নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ড. রবার্ট হিউবার। তিনি ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োকেমিস্ট্রির ইমেরিটাস ডিরেক্টর। তিনিই প্রথম গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন। রাবির দশম সমাবর্তন ২৪ মার্চ ॥ রাবি সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক এম আব্দুস সোবহান এসব তথ্য জানিয়েছেন।
×