ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে

প্রকাশিত: ১৭:৫১, ৩১ জানুয়ারি ২০১৮

আজ হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে

অনলাইন রির্পোটার ॥ আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জানা গেছে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশে বিরাজমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি কিছু কিছু এলাকা প্রশমিত হতে পারে। গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালী ও খেলুপাড়া ২৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গল ৭.১ ডিগ্রী সেলসিয়াস। আজ বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬ টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে।
×