ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরণার্থী ছিলেন ব্রিটিশ দূত হুসেইন বোর

প্রকাশিত: ০৬:৪১, ৩১ জানুয়ারি ২০১৮

শরণার্থী ছিলেন ব্রিটিশ দূত হুসেইন বোর

লন্ডনের পিয়ারসন কলেজে এক সাক্ষাতকারে হুসেইন বোর বলেছিলেন, যুক্তরাজ্যে তাকে এবং তার পরিবারকে যেভাবে গ্রহণ করা হয়েছিল, সেটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। হুসেইন বোর রেকটরি কমপ্রিহেনসিভ স্কুল ও হ্যাম্পটন গ্রামার স্কুলের পর আইন পড়েছেন ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেয়ার আগে ব্যারিস্টার হিসেবে আইন পেশাতেও তিনি যুক্ত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্লগে হুসেইন বোর লিখেছেন, তিনি কূটনীতিকের পেশায় চাকরির জন্য আবেদন করেছেন শুনে প্রথমে বিস্মিত হয়েছিলেন পরিবারের সদস্যরা। নিপীড়নের মুখে নিজের দেশ ইরান থেকে সাত বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন ক্যানবার হুসেইন বোর। সেই শরণার্থী শিশুটিই আজ যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করছেন একজন কূটনীতিক হিসেবে। সাঁইত্রিশ বছর বয়সী হুসেইন বোর বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে ডেভিড এ্যাশলের স্থলাভিষিক্ত হচ্ছেন। সূত্র : ইন্টারনেট
×