ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেইমারকে আগলে রাখছেন ব্রাজিল কোচ

প্রকাশিত: ০৬:৩২, ৩১ জানুয়ারি ২০১৮

নেইমারকে আগলে রাখছেন ব্রাজিল কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেন ছেড়ে এখন ফ্রান্সের প্যারিসে আছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার পিএসজিতেও আলো ছড়িয়ে চলেছেন। অবশ্য পেনাল্টি শট নিয়ে ঝামেলাও কম হয়নি। অহেতুক এই বিবাদ পছন্দ হয়নি ব্রাজিল কোচ টিটের। তিনি এ বিষয়ে নেইমারকেই সমর্থন করেছেন। এদিকে লা লিগা ছেড়ে আসলেও এখনও সেখানে যাওয়ার গুঞ্জন আছে নেইমারের। যেতে পারেন রিয়াল মাদ্রিদে। সেটা হলে বোধহয় বেশি খুশি হবেন স্প্যানিশ লীগের সভাপতি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি জ্যাভিয়ের টেবাস সরাসরি জানিয়ে দিয়েছেন, আমি চাই নেইমার আবার স্প্যানিশ ফুটবলে ফিরে আসুক। তবে নেইমারের জাতীয় দল ও পিএসজি সতীর্থ দানি আলভেস জানিয়েছেন, লিওনেল মেসির ছায়া থেকে বের হতে নেইমারকে বার্সা ছাড়তেই হতো। এডিনসন কাভানির সঙ্গে যে বিবাদ হয়েছে নেইমারের তাতে ভাল লাগেনি ব্রাজিল বস টিটের। তিনি এখানে ন্ইেমারের দোষ দেখছেন না। এ প্রসঙ্গে সেলেসাও কোচ বলেন, একটি শীর্ষ ক্লাবে কোচ সবকিছু চূড়ান্ত করবেন। লাইনআপ, স্কোয়াড, অতিরিক্ত ফুটবলার থেকে শুরু করে সেট পিচ। এ নিয়ে সমালোচনা হওয়া ঠিক না। নেইমারকে নিয়ে যা হয়েছে সেটা ঠিক নয়। সেই পিএসজিতে নায়কের ভূমিকায় থাকবে এটাই স্বাভাবিক। নেইমারের পিএসজি থেকে রিয়ালে আসার গুঞ্জন আছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বারবার স্বাগত জানানো হচ্ছে নেইমারকে। অন্যদিকে রিয়াল এবং পিএসজি বলছে, বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনগুলো সঠিক নয়। এরই মধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি টেবাস বলেছেন, আমি চাইব নেইমার আবার স্পেনে ফিরে আসুক। আগে যে দলে খেলেছে, সেটায় আসতে হবে এমন কোন কথা নেই। অন্য কোন দলে হলেও আসুক। নেইমার এখানে আসলেই আমরা (লা লিগা) হব সেরা এবং সে নিজেও হবে সেরা। টেবাস আরও জানিয়েছেন, ইউরোপের অন্য লীগগুলো যখন ভিডিও টেকনোলজি ব্যবহারের দিকে ঝুঁকছে, তখন তারাও চিন্তা করছে আগামী মৌসুম থেকে লা লিগায়ও ভিডিও টেকনোলজি (ভিএআর) ব্যবহার করবেন। তিনি বলেন, আগামী মৌসুম থেকেই ভিএআর ব্যবহার করা হবে। আমরা নিজেদের সেরাটা দিয়েই ভাল করে যাচ্ছি। আমরা নিশ্চয়তা দিচ্ছি সময়মতোই এটা এসে পৌঁছে যাবে। এদিকে মেসির ছায়া থেকে সরতে নেইমারকে বার্সিলোনা ছাড়তে হতোই বলে মনে করেন আলভেস। ফ্রান্সে পাড়ি জমানোর পর নেইমার জানিয়েছিলেন, স্বদেশী আলভেসের সঙ্গে আলাপ-আলোচনা তাকে ন্যুক্যাম্প ছাড়ার সিদ্ধান্তে সহযোগিতা করেছে। তবে বিশ্ব কাঁপানো এই দলবদলে নিজের ভূমিকাটাকে ছোট করেই দেখছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক আলভেস। সাবেক বার্সা তারকা বলেন, আমি তাকে (নেইমার) কিছু উপদেশ দিয়েছিলাম। এই ক্লাব ও শহরে আমার যেসব ভাল বিষয়ের অভিজ্ঞতা হয়েছে আমি তাকে সেসব বলেছিলাম। আমি তাকে কেবল বলেছিলাম, নিজের মন অনুসরণ করতে এবং সুখী হতে। এটাই ছিল তাকে দেয়া আমার একমাত্র উপদেশ। আলভেস বলেন, আমি মনে করি, বিশ্ব ফুটবলে সে মেসির পর্যায়েই সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়। ব্যাপারটা হলো তার (মেসির) ছায়া থেকে তার বের হওয়া লাগতোই।
×