ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পতনের ধারা সামলে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

প্রকাশিত: ০৪:২৭, ৩০ জানুয়ারি ২০১৮

পতনের ধারা সামলে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দিনের বড় পতনের ধাক্কা সামলে সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচক বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেনের শুরুতেই আগের দিনের মুদ্রানীতি নিয়ে বিনিয়োগকারীদের ভীতিতে সূচক কিছুটা কমে যায়। তবে কিছুক্ষণ পরেই মুদ্রানীতিতে ঋণ প্রবাহ নিয়ে কঠোর সিদ্ধান্ত আসছে না এমন আশাবাদ ছড়িয়ে পড়ার কারণেই শেয়ার কেনার আদেশ বাড়তে থাকে। ফলে শেয়ার বিক্রির চাপ কমে যায়। উল্টো শেয়ারের ক্রয়াদেশ বাড়তে থাকে। দিনশেষে সূচক ও লেনদেন কিছুটা বাড়ে। ঋণ আমানত রেশিও কমানোও হচ্ছে না ব্যাংকের এমন ঘোষণার কারণে সূচকে কিছুটা ইতিবাচক প্রবণতা ফিরে আসে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪১৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৫৩ কোটি ৮৭ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৯৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, নাহি এ্যালুমিনিয়াম, প্যারামাউন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইনান্স, মুন্নু সিরামিক, ব্র্যাক ব্যাংক ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ঃ নাহি এ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বার্জার পেইন্ট, ফার্মা এইড, তাকাফুল ইন্স্যুরেন্স ও ন্যাশনাল ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ঃ ইমাম বাটন, প্রিমিয়ার সিমেন্ট, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, ঝিল বাংলা সুগার, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিবিএস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক ও আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার টেক, বিডি ফাইনান্স, আইডিএলসি, নাহি এ্যালুমিনিয়াম, কেয়া কসমেটিক ও বেক্সিমকো।
×