ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের চর এলাকায় ডাকাত আতঙ্ক

প্রকাশিত: ০৪:২১, ৩০ জানুয়ারি ২০১৮

ফরিদপুরের চর এলাকায় ডাকাত আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ জানুয়ারি ॥ ফরিদপুর সদরের ডিক্রিরচর ও নর্থচ্যানেলের চরবাসীরা ডাকাতের আতঙ্কে দিন কাটাচ্ছে। ডাকাতের ভয়ে চরের কিছু পরিবার তাদের সদস্যদের নিয়ে নিজ বসতবাড়ি ছেড়ে ফরিদপুর শহরে আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে উঠেছে। ডাকাতদের নির্মমতার সবচেয়ে বড় শিকার পরিবারের মা-বোনেরা। চরবাসী নারীরা অমানুসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকে এই ডাকাত চক্রের কাছে। এ বছরের জানুয়ারি মাসেই ডাকাতি ও নির্যাতনের শিকার হয়েছে এ ইউনিয়নের ডজন খানের পরিবার। এই চরাঞ্চলের দুটি ইউনিয়নে অর্ধলক্ষাধিক মানুষের জন্য নেই কোন পুলিশ ফাঁড়ি। পুলিশের কাছে শুধু ডাকাতির ঘটনা ঘটার সংবাদই আছে। কোন ডাকাত চক্রকে আটকের খবর নেই। স্থানীয় এলাকাবাসী তাদের জীবনের দাবিতে এ এলাকায় অবিলম্বে পুলিশ ফাঁড়ি বা নৌ-পুলিশ বন্দরের দাবি জানিয়েছে। বুধবার রাতে ডিক্রিরচর পালডাঙ্গি গ্রামের সিরাজ শেখের বাড়িতে ডাকাতির ঘটে। সিরাজ শেখ জানান, রাত দেড়টার দিকে সাত/আট জনের একটি ডাকাত দল আমার ঘরের সিদ কেটে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও জামাকাপড় লুট করে নিয়ে যায়। এ সময় আমার বাড়িতে আমি একা ছিলাম। এ মাসেই একই ইউনিয়নের ব্যাপরিডাঙ্গি গ্রামের আয়নাল মোল্লার বাড়ি, বদ্যাডাঙ্গি এলকায় দুটি বাড়িতে, নর্থ চ্যানেল ইউনিয়নে ওসমান মাতুব্বরের ডাঙ্গি ও ইউসূফ মাতুব্বর ডাঙ্গি গ্রামের চুন্নু, শফিসহ অপর এক বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা বাড়ির হালের গরু নিয়ে যায় ও বাড়ির নারীদের নির্যাতন করে। ডিক্রিরচর এলাকার বাসিন্দা মিন্টু ফকির বলেন, ডাকাতির ঘটনাগুলো দুঃখজনক। বিষয়টি স্থানীয় সাংসদ স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে জানানো হয়েছে।
×